ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক করোনা আতঙ্ক। তার উপর আবার প্রচণ্ড গরম। দুইয়ে নাজেহাল রাজধানী দিল্লির বাসিন্দারা। কিন্তু শুক্রবার আতঙ্ক বাড়িয়ে ভূমিকম্পে কেঁপে উঠল দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক অঞ্চল। জানা গিয়েছে, হরিয়ানার রোহতক হল কম্পনের উৎসস্থল। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। তেমন ক্ষয়ক্ষতির বা হতাহতের খবর নেই। তবুও আতঙ্কে লকডাউনের মধ্যেও বাড়ি থেকে রাস্তায় বেরিয়ে আসেন বাসিন্দারা।
জানা গিয়েছে, শুক্রবার রাত ৯.১০ মিনিট নাগাদ দিল্লি থেকে ৬৫ কিমি দূরে হরিয়ানার রোহতকে কম্পন প্রথম অনুভূত হয়। রিখটার স্কেলে ৪.৬ মাত্রা ছিল কম্পনের। রীতিমতো কেঁপে ওঠে দিল্লি-সহ একাধিক এলাকা। এরপর লকডাউনের মধ্যেই আতঙ্কে বাড়ি থেকে বেরিয়ে পড়েন লোকজন। এমনিতেই দিল্লি-সহ উত্তর ভারতের একাধিক জায়গায় তীব্র তাপপ্রবাহ চলছে। আরও অস্বস্তি বাড়তে পারে বলে আবহবিদদের পূর্বাভাস। তার মধ্যেই এই কম্পন আতঙ্ক ধরিয়েছে। তবে এখনও ক্ষয়ক্ষতির বা হতাহতের কোনও খবর মেলেনি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.