Advertisement
Advertisement
Sonam Wangchuk

পাকিস্তানের সঙ্গে যোগ রয়েছে সোনম ওয়াংচুকের! বিস্ফোরক অভিযোগ লাদাখের পুলিশকর্তার

সোনমকে গ্রেপ্তার করে যোধপুরের জেলে নিয়ে যাওয়া হয়েছে।

Sonam Wangchuk has pak link alleges police dgp

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 27, 2025 4:49 pm
  • Updated:September 27, 2025 4:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাদাখকাণ্ডে নয়া মোড়। বিস্ফোরক অভিযোগ করেছেন লাদাখের ডিজিপি। এসডি সিং জামওয়াল দাবি করেছেন, পাকিস্তানের সঙ্গে যোগসাজশ রয়েছে লাদাখের সমাজকর্মী সোনম ওয়াংচুকের। পাশপাশি, সোনমের বাংলাদেশ সফর নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

Advertisement

এক সাংবাদিক সম্মেলনে ডিজিপি সিং জানিয়েছেন, পুলিশের জালে ধরা পড়া এক পাকিস্তানি গুপচরের সঙ্গে যোগাযোগ রয়েছে সোনমের। তিনি বলেন, “সম্প্রতি আমরা একজন পাক গুপ্তচরকে গ্রেপ্তার করেছি। সে পাকিস্তানে খবর পাঠাতো সেবিষয়ে আমরা নিশ্চিত। সোনম, পাকিস্তানে ডন পত্রিকার একটি অনুষ্ঠানে গিয়েছিলেন। তিনি বাংলাদেশেও যান।” সিং-এর অভিযোগ, “এই কারণেই সোনমের গতিবিধি সম্পর্কে বড় প্রশ্নচিহ্ন সামনে এসেছে। এই বিষয়ে তদন্ত চলছে।”

এখানেই থামেননি সিং। লেহ-র বিক্ষোভে ইন্ধন দেওয়ার অভিযোগ করেছেন সোনমের বিরুদ্ধে। সেই ঘটনায় চারজনের মৃত্যু হয়, পাশাপাশি ৮০ জন আহত হন। স্বরাষ্ট্রমন্ত্রকের বক্তব্যের সঙ্গে সামঞ্জস্য রেখে সিং বলেন, “বিক্ষোভে উসকানি দেওয়ার ইতিহাস রয়েছে সোনমের। তিনি বিভিন্ন সময়ে আরব বসন্ত, নেপাল এবং বাংলাদেশের উদাহরণ দিয়েছেন নিজের বক্তব্যে। উল্লেখ্য, সোনমের শিক্ষামূলক সংস্থার বিদেশি তহবিল গ্রহণের অনুমোদন ইতিমধ্যেই বাতিল করেছে কেন্দ্র। সেই বিষয়টিও তদন্তাধীন।

প্রসঙ্গত, লাদাখকে পূর্ণরাজ্যের মর্যাদা দিতে হবে, ওই কেন্দ্রশাসিত অঞ্চলটিতে সংবিধানের ষষ্ঠ তফসিল দ্রুত কার্যকর করতে হবে, লাদাখের জন্য পৃথক পাবলিক সার্ভিস কমিশন চালু করতে হবে এবং লাদাখে একটির বদলে দুটি লোকসভা কেন্দ্র তৈরি করতে হবে। এই দাবিতে দীর্ঘদিন ধরেই কেন্দ্রের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছেন সোনম। ম্যাগসাইসাই জয়ী ওই গবেষকের মতে, লাদাখ সংক্রান্ত একাধিক সিদ্ধান্তের কারণে ক্রমেই ধ্বংসের পথে এগিয়ে যাচ্ছে এই এলাকা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ