Advertisement
Advertisement
Delhi

বর্বরোচিত! পূর্ব সম্পর্কের ‘শাস্তি’ দিতে মাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ছেলে

ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Son harassed mother as punishment of past relationship in Delhi

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 17, 2025 10:12 am
  • Updated:August 17, 2025 5:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের দিল্লিতে ধর্ষণের অভিযোগ। ছেলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ তুললেন মা। স্বামীর সঙ্গে বিয়ে হওয়ার আগে মহিলার অন্য সম্পর্ক ছিল এই অভিযোগ তুলে তাঁকে ‘শাস্তি’ দিতে এই নৃশংস কাণ্ড ঘটিয়েছে ছেলে। এমনটাই সামনে এসেছে। অভিযোগের ভিত্তিতে ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

ঘটনাটি ঘটেছে দিল্লির হজ কাজী থানা এলাকায়। প্রাক্তন সরকারি কর্মচারী ৬৫ বছর বয়সি মহিলা স্বামী-ছেলে ও ছোট মেয়েকে নিয়ে থাকেন। বড় মেয়ের বিয়ে হয়েছে। জুলাই মাসে ১৭ তারিখ স্বামী, ছোট মেয়ের সঙ্গে সৌদি আরবে যান মহিলা। সেখানে থাকাকালীনই অভিযুক্ত  ছেলে বাবাকে ফোন করে বলতে থাকে তাঁর মায়ের পুরনো সম্পর্ক রয়েছে। এমনকী বাবাকে মায়ের সঙ্গে সম্পর্কে ইতি টানার কথাও বলতে থাকে সে।

১ আগস্ট ভারতে নিজেদের বাড়িতে ফিরে আসেন নির্যাতিতা। সেই দিনই মাকে একটি ঘরে আটকে রেখে ৩৯ বছর বয়সি ছেলে ধর্ষণ করে বলে অভিযোগ। নির্যাতিতা ভয়ে বড় মেয়ের বাড়িতে চলে যান। ১১ তারিখ ফিরে আসেন নিজের বাড়ি। সেই দিন রাত সাড়ে ৯টা নাগাদ মার সঙ্গে আলাদা ঘরে কথা বলবে বলে অন্য ঘরে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে দেয় ছেলে। পরে ছাড়া পায় মহিলা। ১৪ তারিখ অভিযুক্ত ফের মাকে ধর্ষণ করে বলে অভিযোগ।

অত্যাচার সহ্য করতে না পেরে ছোট মেয়েকে বিষয়টি জানান মহিলা। তারপরই স্বাধীনতা দিবসের দিন থানায় অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা। অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ