সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শুক্রবার একধাক্কায় এইচ-১বি ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) ধার্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ভিসার ধাক্কায় যেমন মার খাবে বহু ভারতীয়দের ‘মার্কিন স্বপ্ন’, তেমনই চাপে পড়বে বহুজাতিক সংস্থাগুলিও। শনিবার বিকেল এই বিষয়ে প্রতিক্রিয়ায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে বলা হল, ট্রাম্প সরকারের নয়া নীতির জেরে মানবিক এবং পারিবারিক বিপর্যয় ঘটতে পারে! ভারত সরকার মনে করে, এ ব্যাপারে মার্কিন প্রশাসন উপযুক্ত ব্যবস্থা নেবে। ঘুরিয়ে ট্রাম্প প্রশাসনকে কঠোর ভিসা নীতি পরিবর্তনের অনুরোধ করল মোদি সরকার। ভারত-আমেরিকা দীর্ঘ সম্পর্কের কথাও উল্লেখ করা হয়েছে বিদেশ মন্ত্রকের প্রতিক্রিয়ায়।
এক বিবৃতিতে বিদেশমন্ত্রক জানিয়েছে, “এই পদক্ষেপের (এইচ-১বি ভিসার খরচ প্রায় ৮৮ লক্ষ টাকা) জেরে পরিবারগুলি বিপর্যয়ের মধ্যে পড়বে, মানবিক (করুণ) পরিণতি হতে পারে। আশা করা যেতে পারে যে তারা (মার্কিন প্রশাসন) সর্বোত্তম পথ নির্ধারণের জন্য পরামর্শ করবে।” বিদেশ মন্ত্রকের আশঙ্কা, নয়া ভিসানীতির ফলে প্রভাব পড়বে আমেরিকায় কাজ করতে যাওয়া ভারতীয়ের পরিবারগুলির উপরে। ফলে একেবারেই হালকাভাবে নেওয়া হচ্ছে না এই মার্কিন পদক্ষেপকে। বিদেশমন্ত্রক জানিয়েছে, এইচ-১বি ভিসার নয়া নীতি পুঙ্খানুপুঙ্খ খতিয়ে দেখবে বিশেষজ্ঞরা। তারপরেই এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হতে পারে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ নীতির সঙ্গে সাজুয্য রেখে মার্কিন নাগরিকদের অন্ন বাঁচাতেই কড়া পদক্ষেপ করা হল। এই প্রেক্ষাপটে শুক্রবার একধাক্কায় H1B ভিসার দাম ১ লক্ষ ডলার (প্রায় ৮৮ লক্ষ টাকা) হয়েছে। এক আদেশনামায় ভারতীয়দের ‘মার্কিন স্বপ্নে’ বিরাট আঘাত হানলেন ট্রাম্প। এর ফলে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে কর্মরত বহু ভারতীয়র আমেরিকায় গিয়ে নতুন জীবন শুরু করার স্বপ্নে বড়সড় ধাক্কা খেলেন বলেই মনে করা হচ্ছে। এখন ওই ভিসা পেতে খরচ পড়ে ২১৫ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৮ হাজার ৯৩৯ টাকা। পরিবর্ধিত ফি হবে ১ লক্ষ মার্কিন ডলার। অর্থাৎ এবার ওই ভিসা পেতে গেলে ভারতীয় মুদ্রায় গুনতে হবে ৮৮ লক্ষ ১১ হাজার টাকা! এই পরিস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। বলেন, “ভারতের প্রধানমন্ত্রী অত্যন্ত দুর্বল।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.