Advertisement
Advertisement
Shopping Malls

শপিং মলে ক্রেতাদের মোবাইল নম্বর চাওয়াতে ‘না’ কেন্দ্রের, শীঘ্রই চালু হবে আইন

২০২৩ সালের আগস্ট মাসে সংসদে এই সংক্রান্ত বিল পাস হয়েছিল।

Shopping malls will no longer ask for customers' mobile numbers, centre to bring law
Published by: Subhodeep Mullick
  • Posted:August 28, 2025 10:44 am
  • Updated:August 28, 2025 10:44 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডিপার্টমেন্টাল স্টোর বা শপিং মলগুলিতে হামেশাই দেখা যায় একটি ছবি। বিপণি-কর্মীরা ক্রেতাদের কাছে তাঁদের মোবাইল নম্বর জানতে চাইছেন। বেশিরভাগ ক্ষেত্রেই নম্বর চাওয়ার কারণ, ‘লয়‍্যালটি পয়েন্ট’ ক্রেতাদের দেওয়া বা কোনও ছাড় দেওয়া কিংবা অনলাইনে বিল পাঠানো। কিন্তু এবার থেকে এই ছবি আর দেখা যাবে না। মৌখিকভাবে ক্রেতাদের কাছ থেকে আর কোনও বিপণিতে মোবাইল নম্বর চাওয়া যাবে না। কেন্দ্রের তরফে এমনই আইন চালু করতে পদক্ষেপ করা বলে খবর।

Advertisement

এর কারণ, মৌখিকভাবে মোবাইল নম্বর চাওয়ায় ক্রেতাদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা লঙ্ঘিত হতে পারে বলে মনে করছে কেন্দ্র। আর সেই প্রবণতা রুখতেই ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন অ্যাক্ট চালু করতে চলেছে তারা, যা কার্যকর হলে প্রকাশ্যে ক্রেতাদের কাছ থেকে তাঁদের মোবাইল নম্বর চাওয়া অবৈধ বলে গণ্য হবে।

তাৎপর্যপূর্ণভাবে, ২০২৩ সালের আগস্ট মাসে সংসদের উভয় কক্ষে এই সংক্রান্ত বিল পাস হয়েছিল। তার দু’দিনের মধ্যেই রাষ্ট্রপতির সম্মতি মেলে এবং বিলটি আইনে পরিণত হয়। কিন্তু তার পর থেকে দু’বছর কেটে গেলেও আইনটি কার্যকর হয়নি। এর পর চলতি বছরের জানুয়ারি মাসে এই আইনের খসড়া বিধি তৈরি হয়। আর আগস্ট মাসের দ্বিতীয় সপ্তাহের শুরুতেই কেন্দ্রের একটি সূত্র জানিয়ে দেয়, বিধিতে কোনও পরিবর্তন আনার পরিকল্পনা তাদের নেই।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ