সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রীর ৯ মিনিট মোমবাতি বা প্রদীপ জ্বালানোর আহ্বানকে আজ কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। “করোনা নিয়ে পরীক্ষা করা কি শেষ হয়নি?” টুইট করে প্রধানমন্ত্রীকে তির্যক আক্রমণ করলেন ওয়ানাডের সাংসদ। তিনি বলেন, “আকাশের দিকে টর্চের আলো ফেললে করোনা পালিয়ে যাবে না।”
“ভারতে কি করোনা ভাইরাস নিয়ে নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করা শেষ হয়নি? হাততালি দিয়ে, মোমবাতি বা প্রদীপ জ্বালিয়ে এই সমস্যার সমাধান করা যাবে না”, বলেই টুইটে মন্তব্য করেন সাংসদ।
India is simply not testing enough to fight the virus.
Making people clap & shining torches in the sky isn’t going to solve the problem.
— Rahul Gandhi (@RahulGandhi)
রাহুল গান্ধীর প্রকাশ করা একটি তালিকা দেখিয়ে দাবি করেন, যেখানে পাকিস্তানে প্রতি এক লক্ষ মানুষের মধ্যে ৬৭ জনের পরীক্ষা করা হচ্ছে। সেখানে দেশের প্রতি এক লক্ষ মানুষের মধ্যে মাত্র ২৯ জনের করোনা পরীক্ষা করা হচ্ছে। দক্ষিণ কোরিয়াতে প্রতি লক্ষের মধ্যে ৭ হাজার ৬২২ জনের পরীক্ষা করা হচ্ছে। “তবে ভারতে কেন এত কম মানুষের মধ্যে করোনা পরীক্ষা করা হচ্ছে? কারণ প্রধানমন্ত্রী এই বিষয়ে গুরুত্বই দিচ্ছেন না।” টুইটে দাবি করেন কংগ্রেস নেতা। তবে এই জরুরি পরিস্থিতি মোকাবিলা করতে প্রধানমন্ত্রী পিএম কেয়ার নামে ফান্ডে দেশের সকলকে অনুদান করতে বলেন।
শুক্রবার প্রধানমন্ত্রী একটি ভিডিও বার্তার সাহায্যে আগামী রবিবার দেশবাসীকে সমস্ত বৈদ্যুতিক আলো নিভিয়ে রাত ৯টায় ৯ মিনিট ধরে প্রদীপ, মোমবাতি, টর্চ জ্বালানোর অনুরোধ করেন। এতে দেশবাসীর আত্মশক্তি জাগ্রত হবে বলেই পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশজোড়া লকডাউনে প্রতিটি মানুষ যে মানবিকভাবে একে অপরের সঙ্গী তা প্রমাণ হবে। মোদির পরামর্শ এতে দেশের মানুষ মনের অন্ধকার কাটিয়ে তারা আলোর দিশারি হয়ে উঠবেন। তবে শুধুমাত্র কংগ্রেস নেতা রাহুল গান্ধী নন, প্রধানমন্ত্রীর ভিডিও বার্তা দেখে অধিকাংশ বিরোধী দলনেতা-সহ প্রচুর মানুষই এর কটাক্ষ করেন। সোশ্যাল মিডিয়াগুলি ভরে যায় মিম ও সমালোচনায়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.