সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দলের ভার নিজের মেয়ে সুপ্রিয়া সুলে এবং ঘনিষ্ঠ প্রফুল্ল প্যাটেলের হাতেই তুলে দিতে চান এনসিপি সুপ্রিমো শরদ পওয়ার (Sharad Pawar)। শনিবার তাঁর এক গুরুত্বপূর্ণ ঘোষণায় সেটাই স্পষ্ট হয়ে গেল। এনসিপির কার্যকরী সভাপতির দায়িত্ব পেলেন সুলে এবং প্যাটেল। ভাইপো অজিত পওয়ারকে পাশে নিয়ে সুপ্রিয়া (Supriya Sule) এবং প্রফুল্লকে বড় দায়িত্ব দেওয়ার কথা ঘোষণা করলেন পওয়ার।
| NCP chief Sharad Pawar appoints Praful Patel and Supriya Sule as working presidents of the party
Advertisement— ANI (@ANI)
কিছুদিন আগেই এনসিপিতে (NCP) বড়সড় ভাঙন নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। শোনা যাচ্ছিল অন্তত জনা ৩০ বিধায়ককে সঙ্গে নিয়ে এনসিপি ভেঙে বিজেপির সঙ্গে হাত মেলাতে পারেন অজিত পওয়ার। তারপরই দলের জাতীয় সভাপতির পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নেন শরদ পওয়ার। জানিয়ে দেন, তাঁর বয়স হয়েছে, এবার তরুণদের হাতে দায়িত্ব তুলে দেওয়ার সময় এসেছে। অনেকে বলেন, দলে ভাঙন রুখে কর্মীদের একজোট করতেই ইস্তফার কৌশল নেন শরদ। সেসময় সকলে মিলে তাঁকে বুঝিয়ে ইস্তফা দেওয়া থেকে বিরত করেন। প্রস্তাব দেওয়া হয়, দলের কাজকর্ম করতে পওয়ারের যাতে কোনও অসুবিধা না হয়, সেটা নিশ্চিত করতে দুজন কার্যকরী সভাপতি নিয়োগ করা হবে।
সেই মতোই শনিবার দলের ২৫তম প্রতিষ্ঠা দিবসে পওয়ার ভাইপো অজিতকে পাশে নিয়েই ঘোষণা করেন যে, সুপ্রিয়া সুলে এবং প্রফুল্ল প্যাটেল (Prafulla Patel) কার্যকরী সভাপতি হবেন। সেই সঙ্গে সুপ্রিয়াকে মহারাষ্ট্র, হরিয়ানা, পাঞ্জাবের দায়িত্ব দেওয়া হয়েছে। লোকসভার সমন্বয়ের দায়িত্বও তাঁকেই দেওয়া হয়েছে। প্রফুল্ল প্যাটেলকেও একাধিক রাজ্যের দায়িত্ব দেওয়া হয়েছে। কিন্তু অজিত পওয়ারকে (Ajit Pawar) কোনও দায়িত্বই দেওয়া হয়নি।
শরদের এই ঘোষণার পরই এনসিপিতে অজিতের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠে যাচ্ছে। অজিত এনসিপিতে যথেষ্ট প্রভাবশালী। বেশ কিছু বিধায়ক আছেন তাঁর অনুগামী। অথচ, তাঁকে কোনও পদই দেওয়া হল না। তাহলে কি ভাইপোকে ব্রাত্য রাখছেন শরদ? তার চেয়েও বড় প্রশ্ন, অজিত কি মুখ বুঝে সব মেনে নেবেন? বিজেপির সঙ্গে তাঁর নৈকট্য কারও অজানা নয়? অজিত অবশ্য প্রকাশ্যে সুপ্রিয়াকে শুভেচ্ছা জানিয়েছেন। সেই সঙ্গে জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করতে চান।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.