Advertisement
Advertisement
Vice-Presidential election

উপরাষ্ট্রপতি নির্বাচনে INDIA জোটের অবস্থান কী? মুখ খুললেন শরদ পওয়ার

সচরাচর উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক-বিরোধী ঐক্যমত্যে পৌছনোর চেষ্টা করা হয়।

Sharad Pawar mentioned Opposition yet to decide its stand on the Vice-Presidential election
Published by: Subhajit Mandal
  • Posted:August 10, 2025 9:10 am
  • Updated:August 10, 2025 9:10 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ইন্ডিয়া জোটের অবস্থান কী? রাজনৈতিক মহলের গুঞ্জন যা-ই হোক, প্রকাশ্যে বিরোধী শিবিরের অন্যতম শীর্ষ নেতা শরদ পওয়ার বলছেন, ওই নির্বাচনে লড়াই করা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।

Advertisement

বেশ কিছুদিন ধরেই রাজনৈতিক মহলে গুঞ্জন, কোনওভাবেই বিজেপিকে ফাঁকা মাঠে গোল করার সুযোগ দিতে চায় না ইন্ডিয়া জোট। পরাজয় কার্যত নিশ্চিত জেনেও জগদীপ ধনকড়ের ছেড়ে যাওয়া উপরাষ্ট্রপতি পদের নির্বাচনে প্রার্থী দিতে পারে বিরোধী শিবির। সম্প্রতি রাহুল গান্ধীর বাড়িতে নৈশভোজে আমন্ত্রিত ছিলেন ইন্ডিয়া জোটের নেতারা। সেখানে নৈশভোজের পর আলাদা করে বৈঠক হয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের। সেই বৈঠকে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী দেওয়া নিয়ে আলোচনা হয়। কিন্তু শরদ পওয়ার বলছেন, ‘‘এখনও এ বিষয়ে আমরা কোনও সিদ্ধান্ত নিইনি।’’ বস্তুত, মারাঠা স্ট্রংম্যান ইন্ডিয়া জোটের অবস্থান নিয়ে ধোঁয়াশা বজায় রাখতে চাইছেন।

সচরাচর উপরাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি নির্বাচনে শাসক-বিরোধী ঐক্যমত্যে পৌছনোর চেষ্টা করা হয়। সরকারের তরফেই সেটার উদ্যোগ নেওয়া হয়। তবে সরকার পক্ষ এখনও উপরাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বিরোধীদের সঙ্গে যোগাযোগ করেনি বলেই খবর। সূত্রের খবর, এনডিএ জোটের তরফে সিদ্ধান্ত হয়েছে উপরাষ্ট্রপতি পদে প্রার্থী কে হবেন, সেটা ঠিক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল, এবার উপরাষ্ট্রপতি পদে এনডিএ শরিক দলগুলির কোনও বর্ষীয়ান নেতাকে বসানো হতে পারে। কিন্তু বিজেপি সূত্র সে সম্ভাবনা খারিজ করে দিচ্ছে। সূত্রের দাবি, উপরাষ্ট্রপতি হিসাবে এমন কাউকে বাছা হবে যিনি বিজেপির মূল ভাবধারার সঙ্গে সম্পৃক্ত।

সেটা হলে বিরোধীদের তরফে আলাদা করে প্রার্থী দেওয়ার সম্ভাবনা প্রবল। ইন্ডিয়া জোট সূত্রের খবর, কোনওভাবে প্রার্থীর নামে সরকারের সঙ্গে ঐক্যমতে পৌঁছনো না গেলে শেষ পর্যন্ত উপরাষ্ট্রপতি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে ইন্ডিয়া জোট। সেক্ষেত্রে দুটি বিষয় হতে পারে। এক, নিজেদের মধ্যেকার ঐক্য জনসমক্ষে তুলে ধরা। দুই, রাজনৈতিকভাবে বিজেপিকে এক ইঞ্চিও জমি না ছাড়ার বার্তা দেওয়া যাবে। তাছাড়া উপরাষ্ট্রপতি নির্বাচনে দলিত, ওবিসি বা সংখ্যালঘু কাউকে প্রার্থী করা হলে সেই জনগোষ্ঠীকেও বার্তা দেওয়া যাবে। যদিও প্রকাশ্যে পওয়ার এ নিয়ে কোনওরকম ইঙ্গিত দিলেন না।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ