সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একটি মর্মান্তিক দুর্ঘটনায় গর্ভবতী মহিলা-সহ সাত জনের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে অরুণাচল প্রদেশের (Arunachal Pradesh) বানা-সেপ্পা রোডে প্রবল বৃষ্টিতে ভূমিধসের জেরে একটি গাড়ি খাদে পড়ে যায়। সেই গাড়িতে থাকা সকলেরই মৃত্যু হয়। ঘটনার পর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছলেও খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ ব্যহত হয়।
গত কয়েকদিন ধরে লাগাতার বৃষ্টিপাত হচ্ছে এই এলাকায়। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, বৃষ্টিপাতের সময় একটি সুমো গাড়িতে করে দু’টি পরিবারের কয়েকজন সদস্য যাচ্ছিলেন। হঠাৎ রাস্তায় ধস নামলে একটি খাদে পড়ে যায় গাড়িটি। ফলে গাড়িতে থাকা সকলেরই মৃত্য হয়। মৃতদের মধ্যে রয়েছেন ৩২ বছর বয়সি সঞ্জু বাদি, তাঁর স্ত্রী তাসুম বাদি, তাঁদের পাঁচ বছর ও দু’বছরের সন্তান কাচু ও নিচা। পাশাপাশি একজন গর্ভবতী মহিলা-সহ আরও দুই শিশু ছিলেন।
বানা এবং সেপ্পার মধ্যবর্তী রাস্তাটিতে মাঝেমধ্যেই ভূমিধস দেখা যায়। বিশেষ করে বর্ষাকালে এই রাস্তায় ধস নামে। ধসের ফলে সমস্যায় পড়েন স্থানীয়রা। এনিয়ে প্রায়শই তাঁরা নানান অভিযোগ জানিয়েছেন। যদিও কোনও সুরাহা হয়নি। এরই মধ্যে ভূমিধসের জেরে গাড়ি খাদে পড়ে মৃত্যু হল সাত জনের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.