সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান। সেরাম ইনস্টিটিউটের কাছ থেকেই করোনা ভ্যাকসিন কিনছে মোদি সরকার। সোমবার অবশেষে ভ্যাকসিনের অর্ডার পেল আদর পুনাওয়ালার সংস্থা।
১৬ জানুয়ারি থেকেই দেশে শুরু গণটিকাকরণ। তার আগে ভ্যাকসিন প্রদানের রূপরেখা তৈরি করতে প্রতিটি রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সব ঠিকঠাক হয়ে গেলেই সেরামের থেকে ভ্যাকসিন কেনা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হওয়ার কথা ছিল। অবশেষে এদিন জানিয়ে দেওয়া হল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন কোভিশিল্ড সেরামের থেকেই কিনছে কেন্দ্র। সেরাম কর্তা আদর পুনাওয়ালার সঙ্গে কোভিশিল্ড কেনা নিয়ে মৌখিক কথাবার্তা আগেই হয়ে গিয়েছিল। এবার সরকারিভাবেই তা জানিয়ে দেওয়া হল। ২০০ টাকাতে মিলবে কোভিশিল্ডের একটি বোতল। এ খবরও নিশ্চিত করে দিলেন পুনাওয়ালা। আগামিকালই হয়তো ভ্যাকসিন সরবরাহও শুরু হয়ে যাবে।
The vaccine would be available at the price of Rs 200 per vial: Serum Institute of India (SII) officials
— ANI (@ANI)
কী পরিমাণ ভ্যাকসিন (Corona Vaccine) কেনা হবে, সরকারের তরফে সেই অর্ডারও সোমবারই পাঠিয়ে দেওয়া হয়েছে পুণের ওই ফার্মাকে। এর আগে আদর পুনাওয়ালা জানিয়েছিলেন, দেশের সমস্ত মানুষের কাছে করোনার টিকা পৌঁছে দেওয়াই তাঁদের মূল উদ্দেশ্য। সেই কারণে ন্যূনতম লাভ রেখেই সরকারকে ভ্যাকসিন বিক্রির প্রস্তাব দেওয়া হয়েছিল। এদিন নিশ্চিত করা হল, প্রতি ভ্যাকসিনের বোতল কেনা যাবে ২০০ টাকায়। পুনাওয়ালা এও জানিয়েছিলেন, সরকারের পাশাপাশি ওষুধের দোকানের মাধ্যমে সরাসরি ভ্যাকসিন পৌঁছে দিতে চান মানুষের কাছে। সেক্ষেত্রে আরও খানিকটা বেশি মূল্য দিয়ে টিকা টিকতে হবে। যদিও এ ব্যাপারেও সরকারের অনুমতি প্রয়োজন। সেই বিষয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনও সিদ্ধান্ত হয়নি।
এদিকে, সেরামকে ভ্যাকসিনের অর্ডার দেওয়ার দিনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) জানিয়ে দিলেন, প্রথম পর্যায়ে ৩ কোটি কোভিড যোদ্ধার টিকাকরণের খরচ বহন করবে কেন্দ্রই। এক্ষেত্রে রাজ্যের কোনও খরচ নেই।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.