ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মা হতে চলেছেন সীমা হায়দার (Seema Haider)। গত বছর জুন মাসে পাকিস্তান থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তিনি। ভারতীয় যুবক শচীন মিনার প্রেমে পড়ে তাঁকে বিয়ে করতেই সীমান্ত পেরিয়েছিলেন। বছর ঘুরতেই সুখবর এল পাকিস্তানি বধূর জীবনে। ফের মা হতে চলেছেন তিনি। উল্লেখ্য, প্রথম পক্ষের স্বামীর সঙ্গে চারটি সন্তান রয়েছে সীমার।
পাবজি খেলতে গিয়ে ভারতীয় যুবক শচীনের সঙ্গে আলাপ হয় পাকিস্তানি (Pakistan) বধূ সীমার। প্রেমের সম্পর্ক গড়ে ওঠে দুজনের মধ্যে। তার পরেই নিজের স্বামী ও পরিবারকে ছেড়ে ভারতে আসার সিদ্ধান্ত নেন সীমা। নেপাল ঘুরে বেআইনিভাবে ভারতে চলে আসেন তিনি। সঙ্গে ছিল তাঁর সন্তানরাও। তাদের মধ্যে বয়সে সবচেয়ে বড় সীমার আট বছরের কন্যা।
অবৈধভাবে ভারতে আসার অভিযোগে সীমাকে ৪ জুলাই গ্রেপ্তার করা হয়। পরে জামিন পেয়ে শচীনকে বিয়ে করেন। চার সন্তানকে নিয়ে নতুন শ্বশুরবাড়িতে সংসার শুরু করেন। তবে সীমার বিরুদ্ধে তদন্ত এখনও চলছে। তদন্তে নেমে পুলিশের হাতে এসেছিল সীমার পাসপোর্ট, পাকিস্তানি আইডি কার্ড এবং তার সন্তানদের পাসপোর্ট-সহ বেশ কিছু নথি। তিনি পাকিস্তানি নাগরিক কিনা যাচাই করতে, সেই যাবতীয় তথ্য পাকিস্তানি দূতাবাসে পাঠিয়েছে এটিএস।
তবে তদন্তের মধ্যেই সুসংবাদ এল সীমা হায়দারের জীবনে। তিনি জানিয়েছেন, ২০২৪ সাল তাঁদের সাংসারিক জীবনে অনেক আনন্দ নিয়ে আসবে। কারণ মা হতে চলেছেন তিনি। শচীনের সঙ্গে বিয়ের পরে এই প্রথম সন্তান আসবে পাকিস্তানি বধূর কোলে। তবে আপাতত ভারত ছেড়ে যেতে পারবেন না সীমা হায়দার।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.