সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে ৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল ঘোষণার পর থেকেই রাতের ঘুম উড়ে গিয়েছে কালো টাকা আমানতকারীদের। একদিকে যখন বাতিল নোট লোপাট করতে ব্যস্ত একদল মানুষ, তখনই দেশজুড়ে শুরু হয়েছে আয়কর দফতরের তল্লাশি। দেশের বিভিন্ন অঞ্চলে রীতিমতো চিরুনি তল্লাশি চালিয়ে কোটি কোটি কালো টাকা বাজেয়াপ্ত করছে আয়কর দফতর।
সম্প্রতি এমনই এক আয়কর হানায় চেন্নাই থেকে উদ্ধার হল ১০ কোটি টাকা। সব টাকাই মিলেছে বাতিল হয়ে যাওয়া ৫০০ ও ১০০০ টাকার নোটে। জানা গিয়েছে, চেন্নাইয়ের পেরিয়ামেটে এক গয়নার ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে এই টাকা উদ্ধার করা গিয়েছে।
এই টাকা উদ্ধারের পর গ্রেফতার করা হয়েছে ওই ব্যবসায়ীকে। এত টাকার উৎস কী তা জানতে ব্যবসায়ীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.