ফাইল ছবি।
সোমনাথ রায়, নয়াদিল্লি: এসএসসির ২৬ হাজার চাকরি বাতিল মামলায় নতুন মোড়। র্যাঙ্ক জাম্প করে চাকরি পাওয়া প্রত্যেকেই অযোগ্য। তাঁরা আর পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। স্পষ্ট জানিয়ে দিল সুপ্রিম কোর্ট।
প্রসঙ্গত, নিয়োগে দুর্নীতির অভিযোগে ২০১৬ সালের গোটা প্যানেল বাতিল করে দেয় সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালতের এক কলমের আঁচড়ে চাকরি হারান প্রায় ২৬ হাজার শিক্ষক-অশিক্ষক কর্মী। হাজারও টানাপোড়েনের পর সিদ্ধান্ত হয় যে, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা স্কুলে যেতে পারবেন। বেতনও পাবেন। তবে অশিক্ষক কর্মীরা আপাতত চাকরিহারা। আবারও নতুন করে পরীক্ষার ব্যবস্থা করতে হবে এসএসসিকে। তবে আর পরীক্ষা দিতে নারাজ ‘যোগ্য’ চাকরিহারারা। বিকাশ ভবনে টানা অবস্থান বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন তাঁরা। আদালত আরও জানিয়েছিল, আগামী বছরের আগে নতুন করে পরীক্ষা নিতে হবে। ডিসেম্বরের মধ্য়ে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। তবে যাঁদের নাম ‘দাগি’ শিক্ষক-অশিক্ষক কর্মীদের তালিকায় রয়েছে, তারা আর পরীক্ষায় বসার সুযোদ পাবে না, জানিয়ে দিয়েছিল সুপ্রিম কোর্ট।
এদিন সেই মামলাতে বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের স্পষ্ট নির্দেশ, “যারা ব়্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন তাঁরা পরীক্ষায় বসার সুযোগ পাবেন না। তাঁদের অযোগ্য হিসেবেই গণ্য করা হবে।” আদালতের এই নির্দেশে চাকরিহারাদের একাংশ আরও বিপাকে পড়লেন। তাঁরা ফের আদালতের দ্বারস্থ হন কি না, সেদিকে নজর থাকবে সকলের।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.