Advertisement
Advertisement
Bihar SIR

‘যে কোনও নথিই জাল হতে পারে’, SIR-এ আধার-ভোটার গ্রহণ করতে কমিশনকে ‘সুপ্রিম’ পরামর্শ

SIR-এর নির্দেশিত ১১টি নথিও জাল হতে পারে, পর্যবেক্ষণ শীর্ষ আদালতের।

SC ask Election Commission to include Aadhaar, Voter in Bihar SIR
Published by: Anwesha Adhikary
  • Posted:July 28, 2025 3:57 pm
  • Updated:July 28, 2025 4:06 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: SIR নিয়ে সুপ্রিম কোর্টে বড়সড় ধাক্কা খেল নির্বাচন কমিশন। সোমবার শীর্ষ আদালত সাফ জানিয়েছে, যে কোনও নথিপত্রই জাল করা যেতে পারে। তাই আধার কার্ড এবং ভোটার কার্ড-দু’টোকেই বিশেষ নিবিড় সংশোধনীতে গ্রহণযোগ্য় নথি হিসাবে বিবেচনা করতে পরামর্শ দিল সুপ্রিম কোর্ট। যদিও এই মর্মে আগেও পরামর্শ দিয়েছিল শীর্ষ আদালত। কিন্তু সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে কমিশন।

Advertisement

বিহারে SIR নিয়ে একাধিক মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। সেগুলি একত্র করে শুনানি শুরু হয়েছে বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে। শুনানি শুরুর দিনই নির্দেশ দেওয়া হয়, ২১ জুলাইয়ের মধ্যে জবাব পেশ করতে হবে ইসিআইকে। সেই নির্দেশ মেনে গত সোমবার বিকেলে এফিডেভিট জমা দেয় নির্বাচন কমিশন। এফিডেভিটে দাবি করা হয়, আইনবিরুদ্ধভাবে বা ভোটারদের অধিকার কেড়ে নিয়ে কোনও প্রক্রিয়া চালানো হচ্ছে না। SIR-এর বিরুদ্ধে দায়ের হওয়া মামলা খারিজেরও আবেদন জানিয়েছে নির্বাচন কমিশন।

SIR-এ আধার কার্ড, ভোটার কার্ড এবং রেশন কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করতে সুপারিশ করেছিল সুপ্রিম কোর্ট। কিন্তু এফিডেভিটে কমিশন জানায়, আধার কার্ড কেবল পরিচয়পত্র। ভোটার হওয়ার যোগ্যতা প্রমাণে আধার কার্ডের ভূমিকা নিয়ে ৩২৬ ধারায় বিধিনিষেধ রয়েছে। এছাড়াও পুরনো ভোটার তালিকার ভিত্তিতেই এপিক নম্বর তৈরি হয়ে থাকে। ফলে বিশেষ সংশোধনের ভিত্তিই হারিয়ে যায়। সেই সঙ্গে দেশজুড়ে ভুয়ো রেশন কার্ডের রমরমা। তাই ভোটার তালিকার যোগ্যতা প্রমাণে রেশন কার্ডকে মান্যতা দেওয়া যাবে না।

কিন্তু নির্বাচন কমিশনের এহেন এফিডেভিট সত্ত্বেও সোমবার সুপ্রিম কোর্ট ফের পরামর্শ দিল, আধার কার্ড এবং ভোটার কার্ডকে বৈধ নথি হিসাবে গ্রহণ করা হোক। দুই বিচারপতির বেঞ্চ জানায়, “এই দু’টি নথিও গ্রহণ করুন। আগামী দিনে হয়তো এমন অবস্থা হতে পারে যখন কেবল আধার নয়, SIR-এর নির্দেশিত ১১টি নথিও জাল হতে পারে। সেটা আলাদা বিষয়। তবে বর্তমানে আমরা দেখছি, বিরাট সংখ্যক মানুষকে ছেঁটে ফেলা হচ্ছে। বিষয়টা কিন্তু এমন হওয়া উচিত ছিল যেখানে বিপুল মানুষকে অন্তর্ভুক্ত করা যাবে।” তবে সুপ্রিম কোর্টের পরামর্শ কি আদৌ মানবে কমিশন?

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ