ফাইল ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কোনওদিনই সংবিধানকে সম্মান করেনি বিজেপি-আরএসএস। সংসদে সাভারকরের উদাহরণ তুলে শাসক শিবিরকে তুলোধোনা করলেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। রাহুলের অভিযোগ, ‘সংঘ পরিবার সংবিধানে বিশ্বাস করে না, মনুস্মৃতিতে বিশ্বাস করে।’
ভারতীয় সংবিধান সংসদে গৃহীত হওয়ার ৭৫ বছর পূর্তি উপলক্ষে সংসদে বিশেষ আলোচনা চলছে। সেই আলোচনায় একদিন আগেই বিজেপিকে তুলোধোনা করেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তাঁর বক্তব্য ছিল, “দেশ সংবিধান মেনে চলে, সংঘের বিধান নয়।” রাহুল গান্ধী এদিন সুর আরও চড়ালেন। লোকসভায় দাঁড়িয়ে কটাক্ষের সুরে তিনি বললেন, “বিনায়ক দামোদর সাভারকর স্পষ্ট বলেছিলেন, আমাদের সংবিধানে ভারতের কিছু নেই। আজ আপনারা (বিজেপি) সংবিধান রক্ষার কথা বলছেন মানে সাভারকরকে মানছেন না। তাঁকে ছোট করছেন, তাঁকে অসম্মান করছেন।” রাহুলের বক্তব্য, “আমরা দিনরাত সংবিধানকে অনুসরণ করি। কিন্তু বিজেপি সেটা করে না। ওদের বই হল মনুস্মৃতি।”
সাভারকরকে নিয়ে বিতর্কিত মন্তব্য করায় এর আগে একাধিকবার বিপাকে পড়তে হয়েছে রাহুলকে। তাঁর বিরুদ্ধে মানহানির মামলা হয়েছে। আদালতের চক্কর কাটতে হয়েছে। তবে তাতে দমছেন না রাহুল। এদিন সংসদে ফের সাভারকরের নাম করে তোপ দাগেন তিনি। বিরোধী দলনেতা বলেন, “গান্ধীজিকে জেলে যেতে হয়েছে, নেহেরুকেও জেলে যেতে হয়েছে, অথচ সাভারকর ইংরেজদের কাছে মাফিনামা পাঠালেন।” রাহুল গান্ধীর অভিযোগ, সাভারকর ইংরেজদের সঙ্গে আপস করেছিলেন।
ঘটনাচক্রে যেদিন রাহুল সংসদে দাঁড়িয়ে সাভারকরকে তোপ দাগলেন, সেদিনই পুরনো মন্তব্যের জেরে বিরোধী দলনেতাকে সমন পাঠাল উত্তরপ্রদেশের লখনউয়ের এক আদালত। গত বছর ভারত জোড়ো যাত্রা চলাকালীন মহারাষ্ট্রের এক সভায় সাভারকরকে নিয়ে একই রকমের মন্তব্য করেছিলেন রাহুল। যা নিয়ে তাঁর বিরুদ্ধে মানহানির মামলা করেন নৃপেন্দ্র পাণ্ডে নামের এক আইনজীবী। সেই মামলায় আগামী ১০ জানুয়রির মধ্যে রাহুলকে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে আদালত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.