Advertisement
Advertisement
Rupee

বাজেটের পর প্রথম সপ্তাহেই বিরাট ধাক্কা, টাকার দামে রেকর্ড পতন, রক্তক্ষরণ শেয়ার বাজারেও

দালাল স্ট্রিটে রক্তক্ষরণের জন্য ট্রাম্পের শুল্ক নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা।

Rupee hits record low, massive crash in Share Market
Published by: Anwesha Adhikary
  • Posted:February 3, 2025 11:13 am
  • Updated:February 3, 2025 11:21 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাজেট পেশের পর সপ্তাহের প্রথম কাজের দিনেই রেকর্ড পতন হল টাকার দামে। ডলারের নিরিখে একধাক্কায় ৬৭ পয়সা বেড়ে গেল টাকা। বিশেষজ্ঞদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেভাবে বিদেশি পণ্যের উপরে শুল্ক বসাচ্ছেন, তার জেরেই হু হু করে পড়ছে টাকার মূল্য।

Advertisement

গত শুক্রবার মার্কিন ডলারের নিরিখে ভারতীয় টাকার মূল্য ছিল ৮৬.৬২। শনিবার বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। সেদিন থেকেই ভারতের বাজার বেশ ঝিমিয়ে পড়েছিল। তারপর রবিবার আচমকা বিরাট অঙ্কের শুল্ক চাপিয়ে দেওয়ার কথা ঘোষণা করেন ট্রাম্প। তিনি জানান, মেক্সিকো ও কানাডার পণ্যে ২৫ শতাংশ এবং চিনের পণ্যে ১০ শতাংশ শুল্ক বসবে। তখনই ওয়াকিবহাল মহলের আশঙ্কা, এবার বিশ্বজুড়ে শুরু হবে বাণিজ্যযুদ্ধ।

এহেন পরিস্থিতিতেই সোমবার টাকার দামে সর্বকালীন রেকর্ড পতন হল। এদিন এক্সচেঞ্জ শুরু হওয়ার সময়ে ডলারের নিরিখে টাকার দাম ছিল ৮৭.০০। কিন্তু বেলা বাড়তেই টাকার মূল্য আরও পড়ে ৮৭.২৯তে পৌঁছে যায়। অর্থাৎ শুক্রবারের তুলনায় টাকার দাম ৬৭ পয়সা বেড়ে গিয়েছে। ফরেক্স ট্রেডারদের মতে, ভারতের বাজার থেকে বিদেশি বিনিয়োগ কমছে। ফলে বিদেশি ভাণ্ডার শেষ হচ্ছে। অন্যদিকে ট্রাম্পের নানা নীতির ফলে শক্তিশালী হচ্ছে ডলার। দুই কারণ মিলিয়েই ধস নামছে টাকার দামে।

বেহাল দশা শেয়ার বাজারেরও। সপ্তাহের শুরুতে বাজার খুলতেই ৭০ পয়েন্ট পড়ে গিয়েছে সেনসেক্স। ৩০০ পয়েন্ট পড়েছে নিফটি। ব্যাঙ্কিং, তথ্যপ্রযুক্তি, শক্তি, ধাতুর মতো একাধিক সংস্থার শেয়ারের দর নিম্নমুখী হয়েছে এদিন। ফলে বড়সড় লোকসানের মধ্যে পড়তে চলেছেন লগ্নিকারীরা। দালাল স্ট্রিটে রক্তক্ষরণের জন্য ট্রাম্পের শুল্ক নীতিকেই দায়ী করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে, সপ্তাহের শুরুতে মার্কিন ডলারের দাম ১.৩ শতাংশ বেড়ে গিয়েছে। ধাক্কা খেয়েছে এশিয়ার একাধিক দেশের মুদ্রা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ