সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আরএসএস, বিজেপি মিলে দেশের মানুষের মধ্যে ঘৃণা ও ভয় ছড়াচ্ছে। এইভাবেই দেশ শাসন করছে তারা। বুধবার এই মন্তব্য করেই বিজেপি-আরএসএসকে বিঁধেছিলেন কংগ্রেস সহ-সভাপতি রাহুল গান্ধী। এবার তা নিয়ে সরব হল আরএসএস। সংঘের তরফে জানানো হল, নেহরু-গান্ধী পরিবারে রাহুলেরই বুদ্ধিমত্তা সবথেকে কম। তাই আরএসএস এর আদর্শ তিনি বুঝতে পারছেন না।
So Rahul Gandhi making derogatory comments against PM and trying to save his political legacy is natural: Smriti Irani,Union Textiles Min
Advertisement— ANI (@ANI_news)
Swabhavik hai Rahul chhutti se lautne aur attmachintan karne ke baad thode vichlit hue honge ki PM ki popularity badh rhi hai: Smriti Irani
— ANI (@ANI_news)
ছুটি কাটিয়ে ফিরে এসেই শাসকদলকে একহাত নেন রাহুল। জানান, যে আচ্ছে দিন আসলে তখনই আসবে, যখন ক্ষমতায় আসবে কংগ্রেস। পাশাপাশি প্রধানমন্ত্রীকেও সমালোচনা করেন তিনি। একহাত নেন আরএসএস-এরও। জানান, ঘৃণা ও ভয় ছড়িয়েই দেশ শাসন করছে তারা।এ মন্তব্যের পরই সমালোচনার ঝড় ওঠে। প্রধানমন্ত্রী সম্পর্কে অবমাননাকর মন্তব্যের জন্য রাহুলের সমালোচনা করেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানিও। তবে কংগ্রেস সহ-সভাপতিকে রীতিমতো কটাক্ষ করল আরএসএস। সংঘের তরফে জানানো হয়েছে, সংঘের আদর্শ বোঝার মতো ক্ষমতার রাহুলের নেই। কেননা গান্ধী-নেহরু পরিবারে রাহুলের বুদ্ধিমত্তা বা IQ সবথেকে কম। রাহুল মানসিক স্থিতি হারিয়েছেন বলেও কটাক্ষ করেছেন সংঘের সদস্যরা।
আরও পড়ুন-
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.