Advertisement
Advertisement
Supreme Court

‘সংরক্ষণ ট্রেনের কামরার মতো, কেউ একবার উঠলে…’, তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের

মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচন সংক্রান্ত মামলায় ওই পর্যবেক্ষণ করেছে শীর্ষ আদালত।

Reservation Like Train Compartment..., Supreme Court Judge's Big Remark

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:May 6, 2025 4:54 pm
  • Updated:May 6, 2025 4:54 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতের সংরক্ষণ ব্যবস্থা আসলে ট্রেনের কামরার মতো। তাৎপর্যপূর্ণ পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের। শীর্ষ আদালতের হবু প্রধান বিচারপতি সূর্য কান্ত বলেন, “দেশের সংরক্ষণ ব্যবস্থা এখন ট্রেনের সংরক্ষিত কামরার মতো। এতে একবার কেউ উঠে পড়লে, আর কাউকে উঠতে দিতে চায় না।”

Advertisement

আসলে সংরক্ষণ গেরোয় বেশ কয়েক বছর ধরে আটকে মহারাষ্ট্রের স্থানীয় নির্বাচন। সেই সংক্রান্ত একটি মামলা মঙ্গলবার শীর্ষ আদালতে উঠেছিল। আইনজীবীদের বক্তব্য, মহারাষ্ট্রের বান্তিয়া কমিশন স্থানীয় নির্বাচনের জন্য ওবিসি সংরক্ষণের কথা বলেছিল বটে। কিন্তু ওবিসি জাতিভুক্তরা সকলেই রাজনৈতিকভাবে পিছিয়ে পড়া কিনা সেটার কোনও ব্যাখ্যা বান্তিয়া কমিশনের রিপোর্টে দেওয়া হয়নি। ওবিসি মানেই তিনি রাজনৈতিক ভাবেও অনগ্রসর, এমন বলা যায় না বলে দাবি মামলাকারীর আইনজীবী শঙ্করনারায়ণের।

আইনজীবীর এই সওয়াল শোনার পরই শীর্ষ আদালতের ডিভিশন বেঞ্চ দেশের সংরক্ষণ ব্যবস্থাকে তুলনা করে। সুপ্রিম কোর্টের বিচারপতি সূর্য কান্ত এবং বিচারপতি এনকে সিংয়ের বেঞ্চ খানিকটা আক্ষেপের সুরে বলল, “এখন তো ওই ট্রেনের শেষাংশে আরও কামরা যুক্ত করা হচ্ছে।”

উল্লেখ্য, ২০২২ সালে শেষবার স্থানীয় নির্বাচন হয়েছিল মহারাষ্ট্রে। তারপর এই সংরক্ষণের গেরোয় নির্বাচন আটকে। আদৌ বান্তিয়া কমিশনের রিপোর্ট কার্যকর করা হবে কিনা, সেটা ঠিক করে উঠতে পারেনি নির্বাচন কমিশন। তবে মঙ্গলবার শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে, বান্তিয়া কমিশন রিপোর্ট দেওয়ার আগে যে সংরক্ষণ ব্যবস্থা চালু ছিল, সেই নিয়ম মেনেই ভোট হোক। আগামী চারমাসের মধ্যে মহারাষ্ট্রে স্থানীয় নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করতে হবে সেরাজ্যের নির্বাচন কমিশনকে। যদি তার জন্য বাড়তি সময় লাগে সেটাও জানাতে হবে শীর্ষ আদালতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ