দেশজুড়ে উদযাপিত হচ্ছে ৭৫তম সাধারণতন্ত্র দিবস। দিল্লির রাস্তায় ক্ষমতা প্রদর্শন ভারতীয় অস্ত্রের। আকাশে চক্কর যুদ্ধবিমানের। এবারের কুচকাওয়াজে প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-সহ কেন্দ্রীয় মন্ত্রীরা। শুধু দিল্লি নয়, কলকাতায় রেড রোডেও হয় কুচকাওয়াজ। ছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
বেলা ১২.৩৮: দিল্লির রাজপথে এবারও নেই বাংলার ট্যাবলো।
বেলা ১২.৩০: বিজয় ফর্মেশনে দিল্লির আকাশে শত্রুর বুকে কাঁপুনি ধরাল রাফালে। আর এর সাথে শেষ হল দিল্লির কর্তব্যপথের কুচকাওয়াজ।
বেলা ১২.২৯: ত্রিশূল ফর্মেশনে আকাশে গর্জে উঠল সুখোই-৩০।
বেলা ১২.২৪: ক্ষমতা প্রদর্শন করল সুখোই-৩০ -ও। উড়ল মিগও।
বেলা ১২.২০: বায়ুসেনার ‘ফ্লাইপাস্ট’। আকাশপথে শক্তি প্রদর্শন অ্যাপাচি, চিনুক কপ্টারের। ক্ষমতা প্রদর্শন পণ্যবাহী কপ্টারেরও।
বেলা ১২.১৪. আধা সামরিক বাহিনীর মহিলা আধিকারিকদের ‘ডেয়ার ডেভিল বাইক স্টাট’ কর্তব্যপথে।
সকাল ১২.০২: সংস্কৃতি মন্ত্রকের ট্যাবলোয় ‘এক টুকরো ভারত’-বন্দে ভারতম। বিভিন্ন রাজ্যে নাচ-গানের প্রতিফলন।
সকাল ১১.৫২: জি-২০ সম্মেলন, নতুন সংসদ ভবন, নেতাজি সুভাষের নতুন মূর্তির ট্যাবলোও প্রদর্শন করা হল।
সকাল ১১.৪৪: কর্তব্যপথে ‘রামমন্দির’। উত্তরপ্রদেশের ট্যাবলোয় ‘রামমন্দিরে’র প্রতিফলন।
| The tableau of Uttar Pradesh takes part in the parade.
The theme of the tableau is based on ‘Ayodhya: Viksit Bharat-Samradh Virasat’. The front of the tableau symbolises the Pranpratishtha ceremony of Ram Lalla, showcasing his childhood form.
— ANI (@ANI)
সকাল ১১.৩০: ১৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল-সহ মোট ২৫টি ট্যাবলো প্রদর্শন দিল্লিতে। অরুণাচল, হরিয়ানা, মণিপুর-সহ বহু রাজ্যের ট্যাবলোয় মহিলা শক্তির জয়জয়কার।
সকাল ১১,২২: কর্তব্যপথের কুচকাওয়াজে প্রথমবার দিল্লির পুলিশের অংশগ্রহণ। কুচকাওয়াজে মহিলা বাহিনী।
| India’s ‘Nari Shakti’ on display as women soldiers march down the Kartavya Path on the 75th Republic Day
— ANI (@ANI)
সকাল ১১.২২: সশস্ত্র সীমা বলের মহিলা বাহিনীর শক্তি প্রদর্শন।
সকাল ১১.১৯: কুচকাওয়াজে অংশ নিয়েছেন সিআরপিএফের মহিলা বাহিনীও।
সকাল ১১.১৮: আধা সামরিক বাহিনী সিআইএসএফের-ও মহিলা ব্যান্ডের শক্তি প্রদর্শন।
সকাল ১১.১৬: এই প্রথমবার কর্তব্যপথে বিএসএফের মহিলা মহিলা কন্টিনজেন্টের কুচকাওয়াজ। রয়েছেন ১৪৪ জন মহিলা জওয়ান। নেতৃত্বেও ছিলেন মহিলা লেফটেন্যান্ট।
সকাল ১১.১৫: ডিআরডিও, নৌসেনা ও বায়ুসেনার ট্যাবলোয় মহিলাদের অংশীদারিত্বের প্রতি সম্মান প্রদর্শন। ট্যাবলোয় ছিলেন মহিলা আধিকারিকরা।
সকাল ১১.০৪: কর্তব্যপথে প্রথমবার কুচকাওয়াজে তিন বাহিনীর মহিলা কন্টিনজেন্টের।
| The all-women Tri-Services contingent comprising Agniveers and regular recruits proudly marches down the Kartavya Path on
This is the first time an all Tri-Services women soldiers contingent is marching on Kartavya Path
— ANI (@ANI)
সকাল ১০.৫৫: রেড রোড পাশাপাশি রাজ্যপাল ও মুখ্যমন্ত্রী।
সকাল ১০.৫৩: রেড রোডে সেফ ড্রাইভ, সেভ লাইফের ট্যাবলো প্রদর্শন।
সকাল ১০.৫০: কর্তব্যপথে শক্তি প্রদর্শন ভারতের। ট্যাঙ্ক টিএস ভীষ্ম, নাগ মিসাইলের, বিএমবি ২.২ , দেশীয় প্রযুক্তিতে তৈরি ক্ষেপনাস্ত্র পিনাকা রকেট সিস্টেমের ক্ষমতা প্রদর্শন।
| Mechanised Columns of the Army take part in parade
The detachment of Tank T-90 Bhishma, led by Lt Fayaz Singh Dhillon of 42 Armoured Regiment, at the Kartavya Path.
— ANI (@ANI)
সকাল ১০. ৪৮: দিল্লির কর্তব্যপথে কুচকাওয়াজে ৩০ সদস্যের ফরাসি বাহিনীর মিলিটারি ব্যান্ড।
| The French Foreign Legion music band consisting of 30 musicians and the French marching contingent from the 2nd Infantry Regiment of the French Foreign Legion on Karvatya Path on 75th Republic Day
Above them are two Rafale fighter jets on Kartavya Path
— ANI (@ANI)
সকাল ১০.৪৫: রেড রোডের কুচকাওয়াজে নৌবাহিনীর কন্টিনজেন্টের পুরোভাগে মহিলা লেফটেন্যান্ট। যা ইতিহাসে প্রথমবার।
সকাল ১০.৪৪: হেলিকপ্টার থেকে দর্শকদের উপর পুষ্পবৃষ্টি।
সকাল ১০.৪২: রেড রোডেও চলছে কুচকাওয়াজ। রয়েছেন মুখ্যমন্ত্রী, বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। পতাকা উত্তোলন করলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস।
সকাল ১০.৪০: দিল্লির কর্তব্যপথে ১০০ মহিলা শিল্পীর বিশেষ অনুষ্ঠান। বাজছে শঙ্খ, কাড়া-নাকারা, ঢোল, খোল-সহ একাধিক বাদ্যযন্ত্র।
সকাল ১০.৩৭: কর্তব্যপথে জাতীয় পতাকার উত্তোলন করলেন রাষ্ট্রপতি।
| President Droupadi Murmu unfurls the National Flag at Kartavya Path
National anthem and 21 Gun salute follows
— ANI (@ANI)
সকাল ১০.৩৫: দেশের তিন বাহিনীর প্রধানের সঙ্গে পরিচয় পর্বে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
সকাল ১০.৩৪: এই প্রথমবার সাধারণতন্ত্র দিবসে দিল্লির কুচকাওয়াজে আকাশে চক্কর কাটবে দেশীয় যুদ্ধবিমান তেজস।
সকাল ১০.২৮: কলকাতার রেড রোডে পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
সকাল ১০.২৭: কর্তব্যপথে পৌঁছলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সঙ্গে রয়েছেন প্রধান অতিথি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগেই পৌঁছে গিয়েছেন সস্ত্রীক উপরাষ্ট্রপতি জগদীপ ধনকড় এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
সকাল ১০.২৬: আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে ৭৫ তম প্রজাতন্ত্র দিবসে জাতীয় পতাকা উত্তোলন করলেন জেলাশাসক আর বিমলা আইএএস। সঙ্গে ছিলেন পুলিশ সুপার ওয়াই রঘুবংশী।
সকাল ১০.২১: সাধারণতন্ত্র দিবসে ভারতীয়দের অভিনব শুভেচ্ছা রুশ দূতাবাসের। বলিউডি গান ‘ম্যায় নিকলা গাড্ডি লেকে’ -এ পা মেলালেন দূতাবাসের আধিকারিক, কর্মী, তাঁদের পরিবারের সদস্যরা।
Happy Republic Day, !
From Russia with love ❤️
— Russia in India 🇷🇺 (@RusEmbIndia)
সকাল ১০.১৯: রাষ্ট্রপতি ভবন থেকে বের হলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
সকাল ১০.১৭: কর্তব্য পথের দিকে রওনা দিলেন প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী।
সকাল ১০.০৭: অমর জওয়ান জ্যোতিতে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। শহিদদের উদ্দেশে শ্রদ্ধা জ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী।
| PM Modi lays wreath at the National War Memorial, leads the nation in paying homage to the braveheart soldiers
The Inter Services Guard presents ‘Salami Shastra’ followed by ‘Shok Shastra’
This year the Inter Services Guard is commanded by an Indian Army Officer Major…
— ANI (@ANI)
সকাল ৯.৪০: ৭৫ বছরের সাধারণতন্ত্র দিবসের ইতিহাসে প্রথমবার। কুচকাওয়াজে অংশ নেবেন ১০০ মহিলা শিল্পী। তাঁদের হাত ধরেই দিল্লির রাজপথে শুরু হবে কুচকাওয়াজ। শঙ্খধ্বনি, নাগাড়া বাজিয়ে শুরু করবে উদযাপন। প্রথমবার অংশ নেবে মহিলা বাহিনীও।
সকাল ৯.৩৭: এবারের সাধারণতন্ত্র দিবসের দুই থিম- ‘বিকশিত ভারত’ ও ‘ভারত-লোকতন্ত্র কি মাতৃকা’। এবার রাজধানীর রাজপথে কুচকাওয়াজে উপস্থিত থাকছেন ১৩ হাজার অতিথি।
সকাল ৯.৩০: সাধারণতন্ত্র দিবসে ভারতীয় পড়ুয়াদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন ইমানুয়েল ম্যাক্রোঁ। ফ্রান্সের প্রেসিডেন্ট জানান, আগামী ৬ বছরের মধ্যে সেদেশে ৩০ হাজার ভারতীয় পড়ুয়াকে পড়াশোনার সুযোগ দেওয়া হবে।
সকাল ৯.২০: রাজ্যে রাজ্যে উত্তোলিত হচ্ছে জাতীয় পতাকা। গোয়া, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, রাজস্থানে পতাকা উত্তোলন করেছেন মুখ্যমন্ত্রীরা।
| Bihar CM Nitish Kumar unfurls the national flag at his residence in Patna, on ; also distributes sweets among the people there.
— ANI (@ANI)
সকাল ৯.০৮: বরফে মোড়া পাহাড়ে জাতীয় পতাকা উত্তোলন আইটিবিপির ‘হিমবীর’ জওয়ানদের।
| ‘Himveers’ of ITBP posted in snow-bound areas along the India-China border extend their greetings to the countrymen on the 75th Republic Day
(Video source: ITBP)
— ANI (@ANI)
সকাল ৯.০২: দেশবাসীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
— Mamata Banerjee (@MamataOfficial)
সকাল ৯.০০: দেশজুড়ে ৭৫তম সাধারণতন্ত্র দিবস উদযাপন। দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির।
देश के अपने समस्त परिवारजनों को गणतंत्र दिवस की बहुत-बहुत शुभकामनाएं। जय हिंद!
Best wishes on special occasion of the 75th Republic Day. Jai Hind!
— Narendra Modi (@narendramodi)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.