Advertisement
Advertisement
Ranchi

পরকীয়ার চরম পরিণতি! রাঁচিতে স্বামীকে ‘খুনে’ গ্রেপ্তার স্ত্রী ও প্রেমিক

পানীয়ে নেশার দ্রব্য মিশিয়ে, শ্বাসরোধ করে খুনের অভিযোগ।

Ranchi Woman, Lover Used Alcohol, Sleeping Pills To Kill Husband, Arrested

প্রতীকী ছবি

Published by: Rakes Kanjilal
  • Posted:August 23, 2025 6:46 pm
  • Updated:August 23, 2025 7:28 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বামীকে খুনের অভিযোগে স্ত্রী ও তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল রাঁচি পুলিশ। জানা গিয়েছে, মৃতের নাম লুম্বা ওঁরাও। পানীয়তে নেশার দ্রব্য মিশিয়ে এবং মদে ১০-১৫টি ঘুমের ওষুধ মিশিয়ে খাইয়ে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে বলে অভিযোগ।

Advertisement

রাঁচি পুলিশ জানিয়েছে, মৃত লুম্বার স্ত্রী গীতা দেবীর সঙ্গে দীর্ঘ ৮ বছরের পরকীয়া সম্পর্ক রয়েছে ইরফান আনসারি নামে এক যুবকের। গত বুধবার লুম্বাকে প্রচুর মদ্যপান করান ইরফান। পাশাপাশি দুগ্ধজাত পানীয়ের সঙ্গে মাদক মিশিয়ে খাওয়ান। এরপরই জ্ঞান হারিয়ে ফেলেন লুম্বা। অচৈতন্যতার সুযোগ নিয়ে ইরফান গাড়ির মধ্যে লুম্বাকে শ্বাসরোধ করে হত্যা করেন বলে অভিযোগ। রাস্তায় নিহত লুম্বার দেহ ফেলে চলে যান তিনি। বৃহস্পতিবার দেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর খুনের অভিযোগে লুম্বার স্ত্রী গীতা ও প্রেমিক ইরফানকে গ্রেপ্তার করে পুলিশ।

আরও জানা গিয়েছে, লুম্বার স্ত্রী গীতা দেবী গত দেড় বছর ধরে ইরফানের সঙ্গেই লিভ ইন করেন। স্বামীর গতিবিধি বোঝার জন্য তাঁর বাড়ির সামনে একটি সিসিটিভি বসানোর পরিকল্পনা করেন গীতা। যে কাজে তাঁকে সাহায্য করেছিলেন প্রেমিক ইরফান।

তদন্তে নেমে পুলিশ একটি গাড়ি ও মোটর বাইকের পাশাপাশি গীতা ও ইরফানের মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছে। উদ্ধার হয়েছে মদের বোতল, দুগ্ধজাত পানীয়ের দু’টি বাক্স ও ঘুমের ওষুধের প্যাকেট। পুলিশের অনুমান, মদের মধ্যেও ঘুমের ওষুধ মিশিয়ে লুম্বাকে পান করিয়েছিল ইরফান। খুনের বিষয়ে বিস্তারিত জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অভিযুক্তদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement