সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সীমান্তে অতন্দ্র প্রহরা দেন যে মহিলা জওয়ানরা, তাঁদের জন্য বিশেষ ভাবনাচিন্তা কেন্দ্রের। পুরুষ জওয়ানদের কাঁধে কাঁধ মিলিয়েই দেশের প্রতিরক্ষায় অংশ নেন তাঁরা। মহিলা হলেও বাড়তি কোনও সুবিধার প্রত্যাশা তাঁরা করেন না। তবু এবার তাঁদের জন্য পরিকাঠামো নিয়ে বিশেষ ভাবনা কেন্দ্রর। সোমবার মহিলা জওয়ানদের বিশেষ সুবিধা দেওয়ার পরিকল্পনা ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।
সোমবার, সশস্ত্র সীমা বল-এর এক অনুষ্ঠানে যোগ দিতে এসে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বর্ডার পোস্টে মহিলাদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা থাকা উচিত৷ আমি মনে করি তাঁদের জন্য পর্যাপ্ত সুযোগ সুবিধার বন্দোবস্ত করতে হবে৷’ শুধু সশস্ত্র সীমা বলই নয়, কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী বাহিনী ও ইন্দো-টিবেটিয়ান বর্ডার পুলিশের মহিলা সদস্যদের জন্যও কেন্দ্র বাড়তি সুবিধার ব্যবস্থা করবে বলে আশ্বাস রাজনাথ সিংয়ের৷
শত্রুদের দমন করতে একটুও পিছিয়ে নেই ভারতীয় নারীবাহিনী। আর এস পুরার মতো অতি সংবেদনশীল সেক্টরে দিনরাত পাহারা দেন তাঁরা৷ গা সেঁকে নেন পাক শেলিংয়ের আঁচে৷ ভারী রাইফেল কাঁধে প্রতিদিন অন্তত ৮ ঘন্টা করে ডিউটি৷ ওয়াচ টাওয়ার থেকে বাজপাখির মতো নজর রাখতে হয় আশেপাশের গ্রামগুলির উপর৷ এই বাহিনীর জন্যই এবার বিশেষ ভাবনা কেন্দ্রর। সোমবার রাজনাথ সিং জানান, যে সমস্ত বর্ডার পোস্টে মহিলা জওয়ানরা মোতায়েন আছে সেখানকার পরিকাঠামো যথাসম্ভব উন্নত করার চেষ্টা করা হচ্ছে। এছাড়া অন্যান্য কী কী সুবিধা দেওয়া হয় তাও খতিয়ে দেখছে কেন্দ্র।
মহিলা হিসেবেই এই জওয়ানদের বাড়তি কিছু প্রয়োজন আছে। সেনাপ্রধান নিয়োগের পাশাপাশি এবার সেনার অভ্যন্তরের পরিস্থিতির রদবদল করতেও সচেষ্ট প্রশাসন।
Govt will provide enhanced infrastructure, logistical facilities at border posts where women personnel are posted: (File pic)
— Press Trust of India (@PTI_News)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.