ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: একদিনে আড়াই হাজারেরও বেশি দুষ্কৃতীকে গ্রেপ্তার করল রাজস্থান (Rajasthan) পুলিশ। এদের মধ্যে ২২৮ জন দাগি, ১৫ জন কুখ্যাত অপরাধী। সোমবার দুষ্কৃতীদের ধরতে বিশেষ অভিযান চালায় রাজস্থান পুলিশ। তাতেই ২,৮৬০টি জায়গায় তল্লাশি চালিয়ে মোট ২,৫১৮ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা গিয়েছে।
রাজস্থান পুলিশের ডিজিপি উমেশ মিশ্রা জানিয়েছেন, এডিজি-ক্রাইম দীনেশ এমএনের নেতৃত্বে দুষ্কৃতী ধরতে বিশেষ অভিযান চালানো হয়। মূলত ভরতপুর রেঞ্জের চারটি জেলায় তল্লাশি চালানো হয় সোমবার। তাতেই গ্রেপ্তার করা হয়েছে ২,৫১৮ জন দুষ্কৃতীকে। পুলিশি অভিযান চলে ভরতপুর, ধৌলপুর, কারাউলি এবং সাওয়াই মাধোপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গ্রেপ্তার হওয়া আড়াই হাজারের বেশি দুষ্কৃতীর মধ্যে ২২৮ জন দাগি, ১৫ জন কুখ্যাত অপরাধী।
ভারতপুর থেকে গ্রেপ্তার হয়েছে ৮০৫ জন দুষ্কৃতী, ঢোলপুর থেকে ৪৬০ জন, কারাউলি থেকে ৫৩০ এবং সাওয়াই মাধোপুর থেকে ৭২৩ জন। তল্লাশি অভিযানে একটি বন্দুক, ২৩টি দেশি রিভলভার, একটি পিস্তল, ২৫টি কার্তুজ এবং পাঁচটি ধারালো অস্ত্র উদ্ধার হয়েছে। এক দিনের বিশেষ অভিযান চালান ৩৭৫০ জন পুলিশকর্মীর ৫০০টি টিম। উল্লেখ্য, রবিার কোটা, জয়পুর চারু জেলা থেকে ২,০৫১ জন দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.