ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এবার রাজস্থানে ফিরল মণিপুরের স্মৃতি। আদিবাসী মহিলাকে মারধরের পর নগ্ন করে প্রকাশ্যে ঘোরানো হল। যে ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনায় এখনও পর্যন্ত মহিলার স্বামী-সহ মোট তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তরফে জানানো হয়েছে, ঘটনা গত বৃহস্পতিবার রাতের। অভিযুক্ত স্বামী জানতে পারে, তার স্ত্রী অন্য এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন। আর সেই কারণেই ‘উচিত শিক্ষা’ দিতে ২১ বছরের তরুণীকে বাড়ির বাইরে বের করে নগ্ন করে সে। এমনকী তাঁকে মারধরও করা হয়। অপমানে, লজ্জায় চিৎকার করে সাহায্য়ের আরজি জানাতে থাকেন নির্যাতিতা। আর এই ঘটনার ভিডিও সামনে আসতেই নিন্দার ঝড় উঠেছে।
রাজস্থানের ডিরেক্টর জেনারেল উমেশ মিশ্র জানান, ওই তরুণী বিবাহের পরও অন্য এক ব্যক্তির সঙ্গে থাকছিলেন। যা জানতে পেরে তরুণীর শ্বশুরবাড়ির লোকেরা তাঁকে অপহরণ করে নিজেদের গ্রামে নিয়ে আসে। সেখানেই তাঁকে মারধর করে বিবস্ত্র করে হাঁটানো হয় রাস্তায়। নৃশংস এই ঘটনার অভিযুক্তদের গ্রেপ্তার করতে পুলিশের ছ’টি দল তৈরি করা হয়েছে। তিনজনকে গ্রেপ্তার করা গিয়েছে। দ্রুত বাকিদের গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়েছে।
प्रतापगढ़ जिले में पीहर और ससुराल पक्ष के आपसी पारिवारिक विवाद में ससुराल पक्ष के लोगों द्वारा एक महिला को निर्वस्त्र करने का एक वीडियो सामने आया है।
पुलिस महानिदेशक को एडीजी क्राइम को मौके पर भेजने एवं इस मामले में कड़ी से कड़ी कार्रवाई के निर्देश दिए हैं।
सभ्य समाज में इस…
— Ashok Gehlot (@ashokgehlot51)
এই ঘটনায় শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক চাপানউতোরও। রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট গোটা ঘটনার তীব্র নিন্দা করে নিজের সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, “প্রতাপগড় জেলায় মহিলাকে বিবস্ত্র করে ঘোরানো হয়েছে। ওর শ্বশুরবাড়ির লোকজন এই কাণ্ড ঘটিয়েছে। ডিজিপিকে ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করতে বলা হয়েছে। সভ্য সমাজে এমন অপরাধের কোনও স্থান নেই।” তবে এমন ঘটনায় রাজস্থানে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিজেপি নেতারা।
The video from Pratapgarh, Rajasthan is shocking. What is worse is, governance in Rajasthan is totally absent. The CM and Ministers are busy settling factional squabbles, and the remaining time is spent appeasing one dynasty in Delhi. It’s no wonder the issue of women’s safety is…
— Jagat Prakash Nadda (@JPNadda)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.