সোমনাথ রায়, নয়াদিল্লি: ২০০২ সালের বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের (Bilkis Bano Gang Rape) এগারো জন দোষীকে জেল থেকে মুক্তি দিয়েছে গুজরাট (Gujarat) সরকার। এই ঘটনায় গতকালই বিরোধীরা তোপ দেগেছে গুজরাটের বিজেপি সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi)। এবার ওই ঘটনায় মোদিকে তোপ দাগলেন কংগ্রেস (Congress) শীর্ষনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi) ও প্রিয়াঙ্কা গান্ধী (Priyanka Gandhi)। পাশাপাশি বুধবার সকালে সাংবাদিক সম্মেলন করে দলের তরফে ধিক্কার জানানো হয় গোটা ঘটনায়।
গুজরাটের গোধরা জেল থেকে বিলকিস বানো গণধর্ষণে দোষীরা মুক্তি পাওয়ায় টুইট করেন রাহুল গান্ধী। মোদিকে রাহুলের তোপ, “গোটা দেশে দেখছে, উনি যা বলেন আর যা করেন তার মধ্যে বিস্তর ফারাক।” উল্লেখ্য, দোষীদের মুক্তির খবর প্রকাশ্যে আসার কয়েক ঘণ্টা আগে স্বাধীনতা দিবসের ভাষণে নারীশক্তির জয়গান গাইতে দেখা গিয়েছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে।
5 महीने की गर्भवती महिला से बलात्कार और उनकी 3 साल की बच्ची की हत्या करने वालों को ‘आज़ादी के अमृत महोत्सव’ के दौरान रिहा किया गया।
नारी शक्ति की झूठी बातें करने वाले देश की महिलाओं को क्या संदेश दे रहे हैं?
प्रधानमंत्री जी, पूरा देश आपकी कथनी और करनी में अंतर देख रहा है।
— Rahul Gandhi (@RahulGandhi)
বুধবার রাহুল টুইট করেন, “যারা পাঁচ মাসের অন্তঃসত্ত্বাকে ধর্ষণ করেছিল, খুন করেছিল ৩ বছরের শিশুকে, তাদের মুক্তি দেওয়া হল স্বাধীনতার অমৃত মহোৎসবে! যিনি নারী শক্তির কথা বলেন তিনি মহিলাদের জন্য কী বার্তা দিলেন? প্রধানমন্ত্রী, গোটা দেশ দেখছে আপনার বলা ও করার মধ্যে কতটা তফাত।” একই বিষয়ে মুখ খুলেছেন প্রিয়াঙ্কা গান্ধী। তিনি প্রশ্ন তোলেন, “এটা কি অন্যায় ও অসংবেদনশীলতার চূড়ান্ত নয়?” কংগ্রেস নেত্রী টুইট করেন, “গর্ভবতী মহিলাকে গণধর্ষণ ও হত্যার অপরাধে সমস্ত আদালতে দোষী সাব্যস্ত হওয়া অপরাধীদের বিজেপি সরকার মুক্তি দিয়েছে, ক্যামেরার সামনে তাদের স্বাগত জানানো হয়েছে- এটা কি অন্যায় ও অসংবেদনশীলতার চূড়ান্ত নয়?” প্রিয়াঙ্কার কটাক্ষ, “মহিলাদের প্রতি নরেন্দ্র মোদির সম্মান কি শুধুই ভাষণের জন্য? প্রশ্ন করছেন মহিলারা।”
আজই দলের তরফে দিল্লিতে সাংবাদিক সম্মেলন করেন কংগ্রেস মুখপাত্র পবন খেরা। তিনি বিলকিস বানো গণধর্ষণ কাণ্ডের এগারো জন দোষীকে জেল থেকে মুক্তি দেওয়ার ঘটনায় ধিক্কার জানান। এইসঙ্গে এই মামলার বিচার প্রক্রিয়ার বিস্তারিত জানিয়ে গুজরাট সরকারের উদ্দেশে একাধিক প্রশ্ন তোলেন। মনে করান, ২০১৪ সালে একটি নির্দেশিকা জারি করেছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। সেখানে বলা হয়, খুন ও ধর্ষণের মতো বড় অপরাধের ক্ষেত্রে অভিযুক্তকে কোনওভাবেই ক্ষমা করা চলবে না।
एक गर्भवती महिला के साथ गैंगरेप व उसकी बच्ची की हत्या के अपराध में सभी अदालतों से सजा पा चुके अपराधियों की भाजपा सरकार द्वारा रिहाई, कैमरे के सामने स्वागत- क्या अन्याय व संवेदनहीनता की पराकाष्ठा नहीं है? जी स्त्री का सम्मान केवल भाषणों के लिए? महिलाएं पूछ रही हैं।
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)
উল্লেখ্য, সোমবার গোধরা জেল থেকে ছেড়ে দেওয়া হয় বিলকিস বানোর ধর্ষণকারীদের। ২০০৮ সালে তাদের সকলকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছিল। ‘আজাদি কা অমৃত মহোৎসব’ উপলক্ষে গত জুনে কেন্দ্র যে গাইডলাইন দিয়েছিল তাতে রাজ্যগুলির কাছে প্রস্তাব রাখা হয়েছিল জেলবন্দি আসামিদের একাংশের মুক্তির। তবে তাতে পরিষ্কার করা ছিল, কোনও ভাবেই যেন কোনও ধর্ষককে ছাড়া না হয়। এরপরও গুজরাট সরকার কী করে ওই গণধর্ষণকারীদের মুক্তি দিল? উঠছে প্রশ্ন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.