সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লোকসভা নির্বাচনের (Lok Sabha 2024) মধ্যেই আচমকা অসুস্থ হয়ে পড়লেন রাহুল গান্ধী। ফলে বেশ কয়েকটি কর্মসূচি থেকেও সরে দাঁড়াতে হল তাঁকে। জানা গিয়েছে, রবিবার ইন্ডিয়া জোটের মহাসভাতেও বক্তৃতা দিতে পারবেন না কংগ্রেস সাংসদ। এছাড়াও মধ্যপ্রদেশ ও ঝাড়খণ্ডের নির্বাচনী প্রচারেও থাকবেন না তিনি।
দেশজুড়ে জোর কদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। রবিবার মধ্যপ্রদেশের সাতনায় একটি সভায় যোগ দেওয়ার কথা ছিল রাহুলের (Rahul Gandhi)। সেখান থেকে রাঁচিতে ইন্ডিয়া জোটের সভায় বক্তৃতা দেওয়ারও পরিকল্পনা ছিল। কিন্তু রবিবার কংগ্রেস নেতা জয়রাম রমেশ জানান, আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন রাহুল গান্ধী। তাঁর পক্ষে দিল্লি ছেড়ে বেরনো আপাতত অসম্ভব। তাঁর পরিবর্তে ইন্ডিয়া জোটের সভায় যোগ দেবেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনিই সভায় বক্তৃতা দেবেন। কিন্তু রাহুলের ঠিক কী সমস্যা রয়েছে সেই নিয়ে বিস্তারিত খবর মেলেনি।
श्री राहुल गांधी आज सतना और रांची में चुनाव प्रचार के लिए पूरी तरह से तैयार थे, जहां INDIA की रैली हो रही है। लेकिन वह अचानक बीमार हो गए हैं और फिलहाल नई दिल्ली से बाहर नहीं जा सकते हैं। कांग्रेस अध्यक्ष श्री मल्लिकार्जुन खरगे जी अवश्य सतना में जनसभा को संबोधित करने के बाद रांची…
— Jairam Ramesh (@Jairam_Ramesh)
উল্লেখ্য, ইন্ডিয়া জোটের সভার আগে বিরোধী নেতাদের পোস্টারে কার্যত ছেয়ে গিয়েছে রাঁচি। জেলবন্দি হেমন্ত সোরেন-অরবিন্দ কেজরিওয়াল ছাড়াও সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীর পোস্টারও রয়েছে সেখানে। তবে এদিনের সম্মেলনে সোনিয়া-প্রিয়াঙ্কা থাকবেন না। সূত্রের খবর, হেমন্ত ও অরবিন্দের স্ত্রীরা এদিন বক্তৃতা দেবেন। তাছাড়াও থাকবেন লালু প্রসাদ যাদব, অখিলেশ যাদবরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.