Advertisement
Advertisement
Rahul Gandhi

‘জেন জি জাগলে, দেশ ছেড়ে পালাতে হবে কংগ্রেস নেতাদের’, রাহুলকে তোপ বিজেপির

দেশের ছাত্রছাত্রী এবং জেন জি-র কাছে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান রাহুল।

Rahul Gandhi being attacked by BJP over vote chori allegation

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 19, 2025 2:51 pm
  • Updated:September 19, 2025 2:51 pm  

সাংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের তোপ দেগেছেন রাহুল গান্ধী। শুধু ভোটার তালিকায় গোলমাল নয়, এবার বেছে বেছে কংগ্রেস সমর্থক, দলিত-আদিবাসী ভোটারদের ভোট মুছে দেওয়ার চেষ্টা হচ্ছে ভোটার তালিকা থেকে, এমনটাই অভিযোগ বিরোধী দলনেতার। এই অভিযোগ তুলে সংবিধান রক্ষা এবং ‘ভোট চুরি’ রোধে ভারতের জেন জিকে নির্ণায়ক ভূমিকা পালনের আহ্বান করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। তাঁর এই মন্তব্যের পালটা দিয়েছে বিজেপি। গেরুয়া শিবিরের সাংসদ নিশিকান্ত দুবের কথায়, ভারতের জেন জি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী।

Advertisement

বৃহস্পতিবার ভোটার তালিকায় জালিয়াতি নিয়ে দ্বিতীয় দফার অভিযোগ করেছেন রাহুল গান্ধী। দেশের ছাত্রছাত্রী এবং জেন জি-র কাছে গণতন্ত্র রক্ষার আহ্বান জানান তিনি। রাহুল নিজের এক্স হ্যান্ডেলে একটি পোস্টে লেখেন, ‘দেশের যুবসমাজ, দেশের ছাত্রছাত্রীরা, দেশের জেন জি সংবিধান রক্ষা করবে, গণতন্ত্র রক্ষা করবে এবং ভোট চুরি বন্ধ করবে। আমি সর্বদা তাদের পাশে থাকব।’ জেন জি-র কাছে রাহুলের আহ্বান জানানোর সময় অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কয়েকদিন আগেই, নেপালের জেন জি দুর্নীতি এবং একাধিপত্যের বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নামে। ক্ষমতাচ্যুত হয় কেপি শর্মা ওলির সরকার।

গান্ধীর পোস্টের পরেই আক্রমণ শানিয়েছে বিজেপি। কংগ্রেসের বিরুদ্ধে তাঁদের অভিযোগ, ভারতেও নেপালের মতো পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে কংগ্রেস। বিজেপির আক্রমণে নেতৃত্ব দিয়েছেন সাংসদ নিশিকান্ত দুবে। তাঁর দাবি, ভারতের জেন জি পরিবারতন্ত্র, দুর্নীতি এবং মতাদর্শের অস্পষ্টতার বিরোধী।

এক্স হ্যান্ডেলের একটি পোস্টে দুবে লিখেছেন, ‘জেন জি পরিবারতন্ত্রের বিরোধী। তাঁরা কেন নেহেরু, ইন্দিরা, রাজীব এবং সনিয়ার পরে রাহুলকে মেনে নেবে? জেন জি দুর্নীতির বিরুদ্ধে। জেন জি কেন আপনাকে বের করে দেবে না?’ দেশের জেন জি কখনও বিদ্রোহ করলে দেশ ছেড়ে পালানোর জন্য কংগ্রেস নেতাদের তৈরি থাকার হুমকি দিয়েছেন দুবে।

বিরোধী দলনেতা রাহুল গান্ধী ভোট চুরির অভিযোগ করার কয়েক ঘণ্টার মধ্যেই উত্তর দেয় বিজেপি। বিজেপি সাংসদ অনুরাগ ঠাকুর দাবি করেন, রাহুল যে সব দাবি করলেন, সবটাই ভিত্তিহীন। কোনও প্রমাণ ছাড়া নাটক করছেন। রাহুল আসলে অনুপ্রবেশকারীদের রক্ষা করার চেষ্টা করছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement