Advertisement
Advertisement
Rahul Gandhi

সাংসদ পদ ছেড়েও ওয়ানড়ের দুঃখে কাতর রাহুল গান্ধী, বাতলে দিলেন ঘুরে দাঁড়ানোর পথ

ওয়ানড় নিয়ে বিশেষ বৈঠকে হাজির প্রিয়াঙ্কা গান্ধীও।

Rahul Gandhi appeal to strengthen Wayanad tourism after landslide

ফাইল ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:September 1, 2024 7:36 pm
  • Updated:September 1, 2024 7:37 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা পাঁচ বছর তিনি ছিলেন ওয়ানড়ের সাংসদ। সেখানকার আমজনতার ভোটে আবারও নির্বাচিত হয়েছিলেন। শেষ পর্যন্ত ওয়ানড়ের সাংসদ পদ ছেড়ে দিতে হয়। তবে সাংসদ না থাকলেও ওয়ানড়কে ভুলে যাননি রাহুল গান্ধী। ভূমিধসে বিধ্বস্ত ওয়ানড় যেন ঘুরে দাঁড়াতে পারে, তার জন্য দেশবাসীর কাছে আবেদন জানিয়েছেন। কংগ্রেসের বৈঠকেও বিরোধী দলনেতার আরজি, ওয়ানড়ের পর্যটন শিল্পকে ফের জনপ্রিয় করতে উদ্যোগ নেওয়া হোক।

Advertisement

২০২৪ লোকসভা নির্বাচনে ওয়ানড় এবং রায়বরেলি- দুই কেন্দ্রেই সাংসদ নির্বাচিত হন রাহুল। কিন্তু শেষ পর্যন্ত তিনি রায়বরেলি কেন্দ্রটি ধরে রাখেন। পরিবর্তে ঘোষণা করা হয়, ওয়ানড়ের উপনির্বাচনে কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে সেই ভোটের আগেই ভূমিধসে বিপর্যস্ত হয় ওয়ানড়ের একটা বড় এলাকা। অন্তত ৪০০ জনের মৃত্যু হয় তার জেরে। ৩০ জুলাইয়ের ঘটনায় এখনও নিখোঁজ বহু মানুষ। ঘটনাস্থল পরিদর্শন করতে গিয়েছিলেন রাহুল এবং প্রিয়াঙ্কা।

[আরও পড়ুন: ওয়াকফ সংশোধনী বিলের সমীক্ষায় বিজেপি! মুসলিমদের মত জানবে দলের সংখ্যালঘু মোর্চা

তার পরেই রবিবার কেরলের কংগ্রেস নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেন লোকসভার বিরোধী দলনেতা। সেখানে হাজির ছিলেন প্রিয়াঙ্কা গান্ধীও। ওই বৈঠকেই রাহুল বিশেষভাবে বলেন, ওয়ানড়ের পর্যটনকে ফের শক্তিশালী করে তুলতে হবে। ওয়ানড়ের প্রাকৃতিক সৌন্দর্য এখনও পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। রাহুলের মতে, মানুষকে বোঝাতে হবে যে গোটা ওয়ানড় দুর্ঘটনার কবলে পড়েনি। একটা অংশ ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভারচুয়াল বৈঠকে রাহুল আরও বলেন,” আমি একটা কথা মনে করিয়ে দিতে চাই- ওয়ানড়ের মানুষের ঘুরে দাঁড়ানোর একটা গুরুত্বপূর্ণ উপায় হল পর্যটন। বর্ষাকাল শেষ হলেই যেন নতুনভাবে ওয়ানড়ের পর্যটনকে ঢেলে সাজানোর চেষ্টা করে সবপক্ষ। মানুষ যেন বেড়াতে যাওয়ার জন্য ওয়ানড়কে বেছে নেন, সেই চেষ্টাও করতে হবে।” ভারচুয়াল বৈঠকের কিছু অংশ নিজের সোশাল মিডিয়ায় শেয়ার করেছেন রাহুল। গোটা দেশবাসীর কাছে তাঁর আবেদন, সুন্দর ওয়ানড়ের ভাই-বোনদের পাশে দাঁড়াতে সকলে যেন একজোট হয়ে এগিয়ে আসেন।

[আরও পড়ুন: শান্তিচুক্তির এক মাসের মধ্যে ফের রক্তাক্ত মণিপুর! মেয়ের সামনেই গুলিবিদ্ধ হয়ে মৃত্যু মায়ের

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ