Advertisement
Advertisement
Rahul Gandhi

‘ভুল হয়েছিল, বুঝতে পারিনি’, রাজনীতিতেতে যোগ দেওয়ার ২১ বছর পর কোন স্বীকারোক্তি রাহুলের?

বিরোধী দলনেতার 'আত্মোপলব্ধি' নিয়ে চর্চা!

Rahul Gandhi admits mistake in not pushing caste census earlier

ফাইল ছবি

Published by: Subhajit Mandal
  • Posted:July 26, 2025 12:57 pm
  • Updated:July 26, 2025 12:57 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতিগণনা নিয়ে নিজের ভুল প্রকাশ্যেই স্বীকার করে নিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। ২০০৪ থেকে তিনি সক্রিয় রাজনীতিতে। অথচ ওবিসিদের দুঃখ-দুর্দশা বুঝতে তাঁর দু’দশকের বেশি সময় লেগে গিয়েছে। শুক্রবার দিল্লিতে তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে মেনে নিয়েছেন লোকসভার বিরোধী দলনেতা।

Advertisement

দিল্লির তালকাটোরা স্টেডিয়ামে কংগ্রেসের ওবিসি সম্মেলনে রাহুল বলেন, “২০০৪ সাল থেকে সরাসরি রাজনীতিতে যোগ দিয়েছি। কিন্তু সেই সময় কংগ্রেস নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় ছিল। কিন্তু আমরা জাতিগণনা করাতে পারিনি। এটা কংগ্রেস বা সরকারের ত্রুটি নয়। আমার ত্রুটি। অনেক পরে বুঝতে পেরেছি। তাই দেরিতে হলেও সংশোধন করে নিচ্ছি।” রাহুলের বক্তব্য, জাতিগত জনগণ

তালকাটোরা স্টেডিয়ামে এদিন ছিল কংগ্রেসের ‘ভাগীদারি ন্যায় সম্মেলন’। সেখানে রাহুল রাজনৈতিক ভুলের কথা অকপটে স্বীকার করে বলেন, “২১ বছর রাজনীতিতে আছি। যখন পিছনে তাকিয়ে রাজনৈতিক জীবনের আত্মবিশ্লেষণ করি তখন দেখতে পাই, সবচেয়ে বড় ভুল যা করেছি তা হল, ওবিসিদের স্বার্থরক্ষার জন্য যতটা কাজ করার প্রয়োজন ছিল, ততটা করতে পারিনি। ১০-১৫ বছর আগেও ওবিসিদের সমস্যাগুলি এত গভীর ভাবে অনুধাবন করতে পারিনি।”

লোকসভার বিরোধী দলনেতার এই বক্তব্য বেশ তাৎপর্যপূর্ণ। এই মুহূর্তে রাহুল-সহ গোটা কংগ্রেস জাতিগত জনগণনাকে হাতিয়ার করে ভোট ময়দানে নেমেছে। সেটা মূলত ওবিসি এবং তফসিলি ভোটারদের নিজেদের শিবিরে ভেড়ানোর চেষ্টা থেকেই। মোদি জমানায় উত্তর ভারতের ওবিসিরা মূলত বিজেপির ভোটব্যাঙ্ক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছেন। সেই ভোটব্যাঙ্কেই থাবা বসাতে চাইছেন রাহুল। সম্ভবত সে কারণেই রাহুলের এই আত্মোপলব্ধি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ