Advertisement
Advertisement
Punjab

স্বাধীনতা দিবসের আগেই নাশকতার ছক! পাঞ্জাবে উদ্ধার বিপুল অস্ত্র, গ্রেপ্তার পাক মদতপুষ্ট ৫ দুষ্কৃতী

গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালায় পুলিশ।

Punjab Police bust ISI-backed cross border arms network
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 27, 2025 6:28 pm
  • Updated:July 27, 2025 6:28 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্বাধীনতা দিবসের আগে ভারতে নাশকতার ছক ISI-এর! সীমান্ত টকপে অস্ত্র পৌঁছে দিচ্ছে ISI মদতপুষ্টরা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে রবিবার ভোরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ পিস্তল, কার্তুজ, নগদ টাকা উদ্ধারের পর এমনটাই মনে করছেন গোয়েন্দারা। অস্ত্র উদ্ধারের পাশাপাশি এই কাজে যুক্ত থাকার অভিযোগে পাঁচ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Advertisement

পাঞ্জাব পুলিশের ডিজিপি গৌরব যাদব এক্স হ্যান্ডলে পোস্ট করে লিখেছেন, গোপন সূত্রে খবরের ভিত্তিতে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার সাহায্য নিয়ে অমৃতসর গ্রামীণ পুলিশ অভিযান চালায়। সেই অভিযানেই বিপুল পরিমাণ অস্ত্র, নগদ উদ্ধারের পাশাপাশি গ্রেপ্তার করা হয় পাঁচজনকে। যদিও রাজ্যের ঠিক কোন এলাকায় এই অভিযান চালানো হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি।

ধৃত জোবানজিৎ সিংহ ওরফে জোবান, গোরা সিংহ, শেনশান ওরফে শালু, সানি সিংহ এবং জসপ্রীত সিংহ পাঞ্জাবের বাসিন্দা। পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের কাছ থেকে একটি একে সাইগা ৩০৭ রাইফেল, দু’টি ম্যাগাজিন, দু’টি পিস্তল, ৯০টি কার্তুজ, নগদ সাড়ে সাত লক্ষ টাকা, একটি গাড়ি এব তিনটি ফোন বাজেয়াপ্ত করা হয়েছে। এর আগেও পাঞ্জাব সীমান্তে একাধিকবার অস্ত্র ও মাদক পাচার করার চেষ্টা করা হয়েছিল। যদিও সেই চক্রান্ত রুখে দেয় পুলিশ। এদিকে অপারেশন সিঁদুরের পর পাঞ্জাব থেকে একাধিক পাক চরকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে বিপুল অস্ত্র উদ্ধারের পাশাপাশি পাঁচ জনকে গ্রেপ্তার করল পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ