Advertisement
Advertisement
IndiGo

‘গয়ংগচ্ছ মানসিকতা ঠিক নয়’, ভাঙা আসনে বিমান সফরে ইন্ডিগোকে তোপ বিজেপি নেতার

সম্প্রতি একই অভিযোগ তুলে এয়ার ইন্ডিয়াকে তুলোধোনা করেছিলেন কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ।

Punjab BJP chief Sunil Jakhar attack IndiGo for broken seats

প্রতীকী ছবি

Published by: Amit Kumar Das
  • Posted:February 24, 2025 2:49 pm
  • Updated:February 24, 2025 2:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লাগামছাড়া ভাড়া অথচ পরিষেবায় চূড়ান্ত গাফিলতি। বিমানযাত্রীদের কাছে এই ঘটনা গা সওয়া হয়ে গেলেও ভিভিআইপিরা তা মানবেন কেন? এয়ার ইন্ডিয়ায় ভাঙা আসন নিয়ে বিতর্কের পর এবার ইন্ডিগোর বিরুদ্ধেও একই অভিযোগ তুললেন পাঞ্জাবের বিজেপি প্রধান সুনীল জাখড়। ভাঙা আসনের ছবি সোশাল মিডিয়ায় তুলে ধরে তাঁর তোপ, ‘এমন গয়ংগচ্ছ মানসিকতা কোনওভাবেই বরদাস্ত করা যায় না।’

Advertisement

সোশাল মিডিয়ায় ইন্ডিগো বিমানের এক ভাঙা আসনের ছবি শেয়ার করেছেন বিজেপি নেতা জাখড়। এই ঘটনায় বিমান সংস্থাকে তোপ দেগে তিনি লেখেন, ‘এই ছবি ২৭ জানুয়ারি চণ্ডীগড় থেকে দিল্লিগামী ইন্ডিগো ফ্লাইটের। যেখানে বিমানের বেশিরভাগ আসনই অত্যন্ত খারাপ। কিছু আসন একেবারে নড়বড়ে ও বিপজ্জনক। যা বিমান পরিবহণের নিয়ম বিরুদ্ধ। বিষয় নিয়ে আমি কেবিন ক্রুকে প্রশ্ন করলে তিনি জানিয়ে দেন এই বিষয়ে তাঁর কিছু করার নেই। সংস্থার ওয়েবসাইটে গিয়ে অভিযোগ জানাতে বলা হয়।’

একইসঙ্গে তিনি বলেন, আমার অভিযোগ শুধু খারাপ আসন নিয়ে নয়, বিমান সংস্থার গয়ংগচ্ছ মানসিকতা নিয়ে। এমনটা চলতে পারে না। বিমান যাত্রায় নিরাপত্তারও কিছু মানদণ্ড থাকে। সেখানে এই মানসিকতা কোনওভাবেই ঠিক নয়।’ এই ঘটনায় অসামরিক বিমান পরিবহন বিভাগ ডিজিসিএ-র কাছে বিজেপি নেতার আর্জি, যাত্রী স্বচ্ছন্দের এই দিকটি যেন গুরুত্ব দিয়ে দেখা হয় এবং যে সংস্থা গাফিলতি করছে তাদের বিরুদ্ধে যেন কড়া পদক্ষেপ নেওয়া হয়।

উল্লেখ্য, এর আগে একই অভিযোগ তুলে বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার বিরুদ্ধে সরব হয়েছিলেন কেন্দ্রীয় পঞ্চায়েত মন্ত্রী শিবরাজ সিং চৌহান। অভিযোগ ভোপাল থেকে দিল্লি যাওয়ার সময় বিমানে তাঁকে যে আসন দেওয়া হয় তা ভাঙা ছিল। এই ঘটনায় এয়ার ইন্ডিয়াকে একহাত নিয়ে মন্ত্রীর তোপ, ‘আমি ভেবেছিলাম এয়ার ইন্ডিয়া টাটার হাতে যাওয়ার পর এর পরিষেবা আগের তুলনায় বোধহয় ভালো হয়েছে। তবে আমার ধারণা ভুল। আমি কষ্ট করে বসেছি বলে নয়, যাত্রীদের কাছ থেকে পুরো ভাড়া নিয়ে এভাবে ভাঙা আসনে তাঁদের বসানো অনৈতিক। এয়ার ইন্ডিয়া কি তাদের পরিষেবা ঠিক করবে, নাকি যাত্রীদের তাড়াহুড়োর ফায়দা নিতেই থাকবে।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ