Advertisement
Advertisement
Op Sindoor

অপারেশন সিঁদুরের প্রশংসা করে নির্দিষ্ট ধর্মকে অপমান! কলকাতা পুলিশের হাতে ধৃত ছাত্রী

ভাইরাল ভিডিও ঘিরে শুরু হয় তীব্র বিতর্ক।

Pune law student arrested in Gurugram for offensive remark in Op Sindoor video

শর্মিষ্ঠা পালোনি

Published by: Sulaya Singha
  • Posted:May 31, 2025 1:39 pm
  • Updated:May 31, 2025 1:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরের সাফল্যের কথা বলতে গিয়ে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে কুমন্তব্যের অভিযোগ উঠল পুণের আইনের ছাত্রীর বিরুদ্ধে। শুক্রবার শর্মিষ্ঠা পানোলি নামের ওই পড়ুয়াকে গুরুগ্রাম থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশ।

Advertisement

পুণের এই ছাত্রী সোশাল মিডিয়ায় বেশ অ্যাকটিভ। দেশভক্তি, হিন্দুত্ববাদ নিয়ে বক্তব্য রেখে নানা ধরনের ভিডিও আপলোড করেন তিনি। জানা গিয়েছে, অপারেশন সিঁদুরের প্রশংসা করে তেমনই এক ভিডিওতে নানা কথা বলেছিলেন শর্মিষ্ঠা। কিন্তু তারই মধ্যে নির্দিষ্ট একটি সম্প্রদায়কে নিশানা করেন তিনি। অভিযোগ, যথেষ্ট আপত্তিকর এবং অসম্মান জনক মন্তব্য করেন। পরে ভিডিওটি ডিলিট করে দিলেও ততক্ষণে তা দেখে ফেলেছে নেটিজেনদের একটা বড় অংশ। শুরু হয়ে যায় তীব্র বিতর্ক। কলকাতার এক থানায় শর্মিষ্ঠার বিরুদ্ধে অভিযোগ জমা পড়ে। পরে এফআইআর দায়ের হয়।

এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “শর্মিষ্ঠার একটি ইনস্টাগ্রাম ভিডিওকে ঘিরে অভিযোগ ওঠে। সেখানে একটি নির্দিষ্ট ধর্মের মানুষের ভাবাবেগে আঘাতের অভিযোগ করা হয়েছে ওই পড়ুয়ার বিরুদ্ধে।” কিন্তু প্রথমে শর্মিষ্ঠাকে একাধিকবার আইনি নোটিস পাঠানোর চেষ্টা করেও লাভ হয়নি। কারণ সপরিবারে নিজেদের ঠিকানা ছেড়ে তাঁরা পালিয়েছিলেন বলেই অভিযোগ ওঠে। তবে পরে আদালত ওয়ারেন্ট ইস্যু করলে শেষমেশ গুরুগ্রাম গিয়ে শর্মিষ্ঠাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

ভিডিওটি ডিলিট করে নিজের আপত্তিকর মন্তব্যের জন্য ক্ষমাও চেয়েছিলেন শর্মিষ্ঠা। এক্স হ্যান্ডেলে লেখেন, ‘আমি নিঃশর্ত ক্ষমা চাইছি। নিজের ব্যক্তিগত অনুভূতির কথা জানিয়েছিলাম। কাউকে ইচ্ছাকৃতভাবে আঘাত করতে চাইনি। তাই কারও ভাবাবেগে আঘাত লেগে থাকলে আমি দুঃখিত। এরপর থেকে আরও সতর্ক হয়ে কোনও পোস্ট করব।’

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ