সোমনাথ রায়: কলকাতার অন্যতম ব্যস্ত সরকারি হাসপাতালে নৃশংসতার আঁচ পড়েছে সর্বভারতীয় স্তরেও। দেশজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, জুনিয়র চিকিৎসকের ধর্ষক খুনিকে দ্রুত শাস্তি দিতে হবে। বিষয়টি নিয়ে সোমবার মুখ খুললেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এক্স হ্যান্ডেলের পোস্টে ঘটনার নিন্দা করে রাজ্য় সরকারের কাছে দোষীর ‘দ্রুত এবং কঠোরতম’ শাস্তির দাবি জানিয়েছেন তিনি।
পোস্টে প্রিয়াঙ্কা লেখেন, “কলকাতার আর জি কর মেডিক্যাল কলেজে একজন শিক্ষানবিশ চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনা মন ভেঙে দেওয়ার মতো।” তাঁর কথায়, “কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা দেশের বড় সমস্যা। এই সমস্যা সমাধানের জন্য ঐক্যবদ্ধ চেষ্টা প্রয়োজন।” রাজ্য সরকারের কাছে তাঁর আবেদন, “আমি রাজ্য সরকারের কাছে এই বিষয়ে দ্রুত এবং কঠোরতম পদক্ষেপ করার আবেদন করছি। ঘটনার শিকার ওই চিকিৎসকের পরিবার এবং তাঁর সহকর্মী চিকিৎসকদের ন্যায়বিচারের দাবি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।”
कोलकाता के आरजी कर मेडिकल कॉलेज में ट्रेनी डॉक्टर के साथ दुष्कर्म और हत्या की घटना दिल दहलाने वाली है।
कार्यस्थल पर महिलाओं की सुरक्षा देश में बहुत बड़ा मुद्दा है और इसके लिए ठोस प्रयास की जरूरत है।
मेरी राज्य सरकार से अपील है कि इस मामले में त्वरित और सख्त से सख्त कार्रवाई…
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi)
উল্লেখ্য, গত ৮ আগস্ট নাইট শিফটে ছিলেন ওই তরুণী চিকিৎসক। আরও বেশ কয়েকজন ছিলেন তাঁরা। পুলিশ সূত্রে খবর, অনলাইনে খাবার অর্ডার দিয়ে খান তাঁরা। অলিম্পিক দেখেন। সেমিনার হলে ঘুমিয়ে পড়েন। পুলিশ সূত্রে খবর, ভোররাতে ওই সেমিনার রুমে ঢোকে সঞ্জয়। তরুণীকে একা পেয়ে মুখ টিপে ধরে। তরুণীর সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বেঁধে যায় সঞ্জয়ের। ধস্তাধস্তির মাঝে সঞ্জয় ওই তরুণী চিকিৎসকের দেওয়ালে মাথা ঠুকে দেয়। তাতে অচৈতন্য হয়ে পড়েন চিকিৎসক। সেই সুযোগে তরুণীর পোশাক খুলে যৌন নির্যাতন করা হয় বলেই খবর। এর পর তাঁকে খুন করা হয়।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.