Advertisement
Advertisement
RJD

সন্ধ্যায় প্রতীক বণ্টন লালুর, রাত বাড়তেই ফেরত চাইলেন তেজস্বী! আরজেডিতে বাপ-বেটার দ্বন্দ্ব?

কংগ্রেসের সঙ্গে আরজেডির আসন বণ্টন এখনও স্পষ্ট নয়।

Poll Symbols Given To RJD Leaders By Lalu Yadav but Recalled After Tejashwi Returns
Published by: Kishore Ghosh
  • Posted:October 14, 2025 6:22 pm
  • Updated:October 14, 2025 6:43 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোমবার বিহারে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করেছে বিজেপি। গেরুয়া শিবিরের প্রতিপক্ষ ইন্ডিয়া জোট তখন আসনরফাই করত পারল না। এর মধ্যেই আরজেডির অন্দরে বিভ্রান্তি। লালু-তেজস্বী মতান্তর? দিল্লি থেকে পাটনায় ফিরে লালু প্রসাদ যাদব বিধায়কদের মধ্যে আসন বণ্টন শুরু করেন। সূত্রের খবর, তেজস্বী ফিরতেই তৈরি হয় অস্বস্তি। তিনি একাধিক বিধায়ককে দলীয় প্রতিক ফেরাতে বলেন। ব্যাপারটা কী?

Advertisement

সোমবার দুর্নীতি মামলার শুনানিতে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে হাজির দেন আরজেডি প্রধান লালু, তাঁর স্ত্রী রাবড়ী দেবী এবং পুত্র তেজস্বী। এদিন সন্ধে নাগাদ পাটনায় নিজের বাসভবনে ফেরেন বর্ষীয়ান আরজেডি নেতা। লালু যে অপরাহ্নে ঘরে ফিরবেন সে খবর ছিল প্রবীণ দলীয় নেতাদের অনেকের কাছেই। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী ঘরে ফিরতেই হলুদ খামে দলীয় প্রতিক বিতরণ শুরু করেন লালু। বহু বছর ধরে এভাবেই বিধায়কদের মধ্যে আসন বণ্টনের রেওয়াজ।

একাধিক সংবাদমাধ্যম সূত্রে খবর, জেডিইউ ত্যাগ করে সম্প্রতি আরজেডি-তে যোগ দেওয়া সুনীল সিং এবং নরেন্দ্রকুমার সিং ওরফে বোগো-কে লালুর বাসভবন থেকে বের হতে দেখা গিয়েছে। মাধেপুরার আরজেডি বিধায়ক চন্দ্রশেখর যাদব, কান্তি কেন্দ্রের বিধায়ক ইসরাইল মনসুরিকেও লালুর বাসভবন থেকে হলুদ খাম হাতে বের হতে দেখা গিয়েছে। যদিও দিল্লি থেকে তেজস্বী ফিরতেই পরিস্থিতি অন্য দিকে মোড় নেয়। বিধায়কদের লালুর কাছ থেকে পাওয়া হলুদ খাম ফেরাতে বলা হয়। কেন ওই নেতাদের প্রতীক ফিরিয়ে দিতে বলা হল?

আসলে কংগ্রেসের সঙ্গে আরজেডির আসন বণ্টন এখনও স্পষ্ট নয়। মনে করা হচ্ছে যে সব বিধানসভার টিকিট দেওয়া হয়েছিল আরজেডি নেতাদের, তার অনেকগুলিই কংগ্রেস প্রার্থী দেবে বলে দাবি জানিয়েছে। সেই জন্যই হলুদ খাম ফেরানোয় তৎপরতা তেজস্বীর। উল্লেখ্য, আগামী ৬ এব‌ং ১১ নভেম্বর দুই দফায় বিহারে বিধানসভা নির্বাচন হবে। ভোটগণনা হবে ১৪ নভেম্বর।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ