সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ‘পদ্মাবতী’ নিয়ে উত্তপ্ত জাতীয় রাজনীতি। শনিবার সঞ্জয় লীলা বনশালির আসন্ন সিনেমার বিরুদ্ধে হরিয়ানার রাজপথে নেমে বিক্ষোভ দেখায় রাজপুত কর্ণি সেনা। রাজ্যের ডেপুটি কমিশনারের দপ্তরের সামনে বিক্ষোভ দেখায় তারা।
সংগঠনের সভাপতি মহিপাল সিং মাকরানা জানিয়েছেন, হরিয়ানাতে কোনওভাবেই ‘পদ্মাবতী’ সিনেমাকে মুক্তি পেতে দেওয়া হবে না। এই বিষয়ে একটি স্মারকলিপি সংগঠনের তরফে ডেপুটি কমিশনারের কাছে জমা দেওয়া হয়েছে। শুধু হরিয়ানাতেই নয়, এদিন রাজস্থানের একাধিক শহরে বনধের ডাক দিয়েছে রাজপুতদের সংগঠনটি। ভিলওয়াড়া, মণ্ডল ও হামিরগড় টাউনে বিক্ষোভ দেখায় সংগঠনটির সদস্যরা। তাঁদের বিরুদ্ধে স্থানীয় একটি সিনেমা হলে ঢুকে দর্শকদের উত্যক্ত করার অভিযোগ ওঠে। সিনেমা হলের কর্মীদের মারধর করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে সরিয়ে দেয়।
Have submitted a memorandum to deputy commissioner to ban in . We want a 100% ban and not a conditional ban on the movie: Mahipal Singh Makrana, Karni Sena, President in
— ANI (@ANI)
কর্ণি সেনাপ্রধান লোকেন্দ্র সিং জানিয়েছেন, দলের প্রত্যেক সদস্যই ‘পদ্মাবতী’ মুক্তির বিরোধী। রিলিজের দিন ঘোষণা করলে তাঁদের আন্দোলনের তীব্রতা আরও বাড়বে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইতিহাস বিকৃতির অভিযোগে পদ্মাবতীর পরিচালক সঞ্জয় লীলা বনশালির বিরুদ্ধে সরব হয়েছে কর্ণি সেনা। সরাসরি না হলেও আজ এই প্রসঙ্গে মুখ খুলেছেন উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়্ডুও। কারও নাম না করে তিনি বলেন, ‘কাউকে শারীরিকভাবে হেনস্তা করার হুমকি গণতন্ত্রে সহ্য করা হবে না। কয়েকটি সিনেমা ঘিরে নতুন এক সমস্যা তৈরি হয়েছে। ছবিগুলি একটি বিশেষ ধর্ম বা সম্প্রদায়ের ভাবাবেগে আঘাত করেছে দাবি করে বিক্ষোভ, প্রতিবাদে নামছে কিছু মানুষ। তার মধ্যে অত্যুৎসাহী একদল লোক মাথার দাম ঘোষণা করে দিচ্ছে। এদের হাতে অত টাকা আছে কিনা, সন্দেহ হয় আমার। সকলেই কোটি টাকা পুরস্কার ঘোষণা করছে। এক কোটি টাকা কি মুখের কথা?’
Fruits of economic development must reach every section, particularly poorest of poor. Divisive walls erected in minds of people in name of caste, religion or social hierarchy will have to be removed.
— VicePresidentOfIndia (@VPSecretariat)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.