Advertisement
Advertisement

উপার্জন লুকিয়ে করে ফাঁকি নয়, বার্তা মোদির

২১ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সরাসরি জানিয়ে দিলেন, যাঁরা উপার্জন গোপন করেছেন তাঁরা যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জানিয়ে দেন৷

PM urges to disclose undisclosed income by September 30
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:June 26, 2016 12:37 pm
  • Updated:June 26, 2016 12:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দেশে বহু মানুষ আছেন যাঁরা তাঁদের উপার্জনের সঠিক তথ্য সরকারকে জানান না৷ এবার তাঁদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ২১ তম ‘মন কি বাত’ অনুষ্ঠানে তিনি সরাসরি জানিয়ে দিলেন, যাঁরা উপার্জন গোপন করেছেন তাঁরা যেন ৩০ সেপ্টেম্বরের মধ্যে তা জানিয়ে দেন৷

Advertisement

এদিনের অনুষ্ঠানে ইসরোর বিজ্ঞানীদের সাফল্যকে আরও একবার মন করিয়ে দেন প্রধানমন্ত্রী৷ বলেন, দেশের কৃষকরা যেমন দেশের ভালর জন্য নিরন্তর কাজ করে চলেছেন, তেমনই কাজ করে চলেছেন বিজ্ঞানীরাও৷ একই সঙ্গে ২০টি উপগ্রহ উৎক্ষেপণ ভারতের মতো দেশের ক্ষেত্রে এক বিরাট কৃতিত্বের বিষয় বলেও উল্লেখ করেন তিনি৷ তার উপর দুটি উপগ্রহ তৈরি করেছেন এ দেশেরই ছাত্ররা৷ সারা দেশের কাছেই এ ঘটনা গর্বের বলে তুলে ধরেন মোদি৷ এবারই প্রথম বায়ুসেনার পাইলট পদে অভিষেক হয়েছে তিন মহিলার৷ এদিন তাঁদেরও অভিনন্দন জানান তিনি৷ সেই সঙ্গে দেশে গণতন্ত্রের আবহ বজায় রাখারও আহ্বান জানান তিনি৷ দেশের মানুষ ও সরকারের মধ্যে যোগাযোগ থাকলে তবেই দেশের শ্রীবৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করেন তিনি৷ আর তাই উপার্জন লুকিয়ে না রাখার আর্জি জানালেন মোদি৷ ৩০ সেপ্টেম্বরের মধ্যে এই তথ্য সামনে না আনলে সমস্যায় পড়তে হতে পারে বলেও জানিয়ে রাখলেন তিনি৷

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement