সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আমেরিকার কথায় যুদ্ধবিরতি হয়নি, ট্রাম্পের দাবি নস্যাৎ করে সংসদে জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি বলেন, “৯ মে আমেরিকার উপরাষ্ট্রপতি জেডি ভান্স আমাকে তিন-চারবার ফোন করেন। সেনার সঙ্গে ছিলাম আমি তাই ধরিনি। পরে ফোন করলাম। তিনি বলেন, পাকিস্তান খুব বড় হামলা করতে চলেছে। আমার উত্তর ছিল, পাকিস্তান যদি এমনটা ভেবে থাকে, তবে বিরাট বিপদে পড়বে। ওরা হামলা করলে আমার বড়সড় জবাব দেব। ইটের জবাবে পাটকেল!”
যুদ্ধবিরতি প্রসঙ্গে মোদি আরও জানান, পাকিস্তানের কাতর অনুরোধেই যুদ্ধ থামাতে রাজি হয় ভারত। প্রবল মার খেয়ে ইসলামাবাদ ফোন করে যুদ্ধ থামানোর জন্য অনুরোধ করেছিল। এর মধ্যে তৃতীয় পক্ষের বিন্দুমাত্র অস্তিত্ব নেই। অর্থাৎ, একসঙ্গে বিরোধীদের উত্তর দেওয়ার পাশাপাশি ডোনাল্ড ট্রাম্পের একাধিকবার যুদ্ধ থামানোর দাবি নস্যাৎ করেন মোদি এদিন। সংসদে অপারেশেন সিঁদুর নিয়ে প্রধানমন্ত্রী বলেন, “সংসদে ভারতের পক্ষে কথা বলতে দাঁড়িয়েছি আমি। যাঁরা ভারতের পক্ষে দাঁড়ায় না, তাঁদের আয়না দেখাতে চাই। পহেলগাঁওয়ে ধর্ম জেনে জঙ্গিরা হত্যা চালায়। ভারতের দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা ছিল। ঐক্যবদ্ধ ভারত ষড়যন্ত্রের জবাব দিয়েছে।”
নিজের বক্তব্যে কংগ্রেস-সহ বিরোধীদের কটাক্ষ করেন মোদি। বলেন, “নিরীহদের রক্তে রাজনীতি করেছে বিরোধীরা। সেনার তথ্য নয়, ওরা পাকিস্তানের কথা প্রচার করে। ভারতের সামর্থ নিয়ে প্রশ্ন তুলেছে কংগ্রেস। গোটা বিশ্ব ভারতের পাশে, বিপক্ষে শুধু কংগ্রেস।” সিঁদুরের সাফল্য প্রসঙ্গে বলেন, “বদলা নিতে সেনাকে পূর্ণ স্বাধীনতা দিই আমি। জঙ্গিদের ধুলোয় মিশিয়ে দিয়েছি আমরা। জঙ্গিরা কল্পনাতিত শাস্তি পেয়েছি। অপারেশন সিঁদুরে দেশ আমাকে আর্শীর্বাদ করেছে। ৬-৭ জুন ভারত মেরেছে, পাকিস্তান কিচ্ছু করতে পারেনি। পাকিস্তানের ভিতরে ঢুকে জঙ্গিঘাঁটি ধ্বংস করছে সেনা। পাকিস্তানের পরমাণু হুমকিকে মিথ্যা প্রমাণিত করেছে। পাকিস্তানের নিউক্লিয়ার ব্লেকমেল মানবে না ভারত। অপারেশেন সিঁদুরে আত্মনির্ভর ভারতের জয়। মেড ইন ইন্ডিয়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন পাকিস্তানকে চূর্ণ করেছে। ভারতের হামলায় পাক বায়ুসেনা ঘাঁটি আইসিইউতে চলে গিয়েছে। ভারত আসবে এবং মেরে যাবে, জানত মাস্টারমাইন্ডরা। সিঁদুর থেকে সিন্ধু অবধি জবাব দিয়েছি আমরা।”
২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলায় মৃত্যু হয়েছিল ভারতের ২৫ জন পর্যটক ও এক স্থানীয় নাগরিকের। ওই ঘটনার পর ভারতীয় সেনা অপারেশেন সিঁদুর চালালেও, ভারত-পাকিস্তান যুদ্ধ হলেও খোঁজ মিলছিল না পহেলগাঁওকাণ্ডের জঙ্গিদের। এই অবস্থায় কংগ্রেস নেতা পি চিদাম্বরম প্রশ্ন তোলেন, পহেলগাঁওয়ে জঙ্গি হামলার সত্যতা এবং পাক যোগ নিয়ে। যদিও মঙ্গলবার লোকসভার ভাষণে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দেন, সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ পহেলগাঁও হামলার ৩ জঙ্গিই খতম হয়েছে। জঙ্গিদের পরিচয়ের প্রমাণ দিয়ে বিরোধী কটাক্ষের উত্তরে শাহ জানান, নিহত লস্কর জঙ্গিদের দেহের সঙ্গে মিলেছে পাকিস্তানি ভোটার কার্ড, উদ্ধার হয়েছে পহেলগাঁওয়ে পর্যটক-হত্যায় ব্যবহৃত অস্ত্র।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.