সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মিটেছে পঞ্চায়েত ভোট পর্ব। তা সত্ত্বেও বাংলার ভোট নিয়ে কাটাছেঁড়ার শেষ নেই। নির্বাচনে বাংলায় বেনজির অশান্তির অভিযোগে ফের সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলায় রক্তের খেলা হয়েছে বলেই আক্রমণ তাঁর। প্রধানমন্ত্রীকে পালটা জবাব মমতা বন্দ্যোপাধ্যায়ের।
পঞ্চায়েত সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, “পশ্চিমবঙ্গের ঐতিহ্য ফেরানোর চেষ্টা করছে বিজেপি নেতৃত্ব। বাংলার ভোটে তৃণমূল রক্তের খেলা খেলেছে। প্রস্তুতির সময় না দিয়ে ভোটের দিনক্ষণ ঘোষণা করে। বিজেপি প্রার্থীকে মনোনয়ন জমা দিতেও বাধা দেওয়া হয়েছে। যদি মনোনয়ন জমাও দিতে পারেন, তো ভোটের লড়াইতে বাধা দেওয়া হয়। প্রচারে বাধা দেওয়া হয়। শুধু বিজেপি নেতাদেরই নয়, ভোটারদেরও ভয় দেখানো হয়েছে। বিজেপি প্রার্থীদের আত্মীয়দেরও হুমকি দেওয়া হয়। ভোটে ছাপ্পা দেওয়া হয়েছে। বুথ দখলের জন্য গুন্ডাদের বরাত দেওয়া হয়। ব্যালট বক্স চুরির বরাতও দেওয়া হয়। ভোটগণনার সময় বিজেপি এজেন্টদের বের করে দেওয়া হয়েছে। এত কিছুর পরেও বিজেপিকে ভোট দিয়েছেন সাধারণ মানুষ। বাংলায় তৃণমূলের রাজনীতির এটাই পদ্ধতি।”
এই প্রথমবার নয়। এর আগেও একাধিকবার পঞ্চায়েত ভোট নিয়ে অশান্তির অভিযোগ করেছে পদ্মশিবির। নিজেদের ব্যর্থতা ঢাকতে বিজেপি এই অভিযোগ করছে বলেই দাবি ঘাসফুল শিবিরের। এদিনের প্রধানমন্ত্রীর কড়া বার্তার পালটা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কোনও তথ্যপ্রমাণ ছাড়াই কথা বলছেন নরেন্দ্র মোদি। উনি চান গরিব মানুষদের মৃত্যু হোক। শুধুমাত্র বিজেপি নেতারা বেঁচে থাকুক। আপনি দুর্নীতি নিয়ে কোনও কথা বলতে পারেন না। কারণ আপনি একাধিক দুর্নীতি ইস্যুতে যুক্ত। কখনও কখনও সাধারণ মানুষকে আপনি বোকা বানাতে পারেন। সবসময় পারবেন না। আপনার দলের নেতা-কর্মীরা বাংলার ৬৫ জনকে খুন করেছে। আর তাতে ইন্ধন জুগিয়েছেন আপনি।”
দেখুন ভিডিও:
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.