Advertisement
Advertisement
PM Narendra Modi

‘কৃষক স্বার্থের সঙ্গে কোনও আপস নয়’, ট্রাম্পের শুল্কবোমার পালটা কড়া বার্তা মোদির

বুধবার ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্কের ঘোষণা দেন ট্রাম্প।

PM Modi's strong response to Donald Trump tariff bomb
Published by: Kishore Ghosh
  • Posted:August 7, 2025 10:09 am
  • Updated:August 7, 2025 12:34 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কৃষক স্বার্থের সঙ্গে কোনও আপস নয়, ডোনাল্ড ট্রাম্পের ভারতের উপর ৫০ শতাংশ শুল্ক চাপানোর সিদ্ধান্তে পালটা কড়া বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি জোর দিয়ে বলেছেন, ভারত কখনই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাঁকে হয়তো “মূল্য চোকাতে হবে”, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত।

Advertisement

দিল্লিতে এমএস স্বামীনাথন শতবর্ষ আন্তর্জাতিক সম্মেলনে ভাষণ দেন মোদি। সেখানে তিনি বলেন, “কৃষকদের স্বার্থ আমাদের অগ্রাধিকার। ভারত কখনোই তার কৃষক, পশুপালক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপস করবে না। এবং আমি জানি যে এর জন্য আমাকে ব্যক্তিগতভাবে বিশাল মূল্য দিতে হবে, কিন্তু আমি প্রস্তুত আছি। দেশের কৃষক, মৎস্যজীবী এবং পশুপালকদের স্বার্থরক্ষায় ভারত সদা প্রস্তুত।”

বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভারতের উপর আরও ২৫ শতাংশ শুল্ক চাপানো হল। তাঁর কথায়, রাশিয়া থেকে ভারত এখনও তেল কেনা চালিয়ে যাচ্ছে। তার শাস্তিস্বরূপ বাড়তি কর বসানো হল ভারতীয় পণ্যের উপর। অর্থাৎ এবার ভারতীয় পণ্যের উপর মোট ৫০ শতাংশ শুল্ক চাপাবে আমেরিকা। এক্সিকিউটিভ অর্ডার সই করে ট্রাম্প জানান, ২১ দিন পর থেকে কার্যকর হবে ভারতের নয়া শুল্কহার। সেখানে স্পষ্ট লেখা হয়, ‘প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ভারত বর্তমানে রুশ তেল আমদানি করছে। তাই আমার মনে হয় ভারতের উপর আরও বেশি শুল্ক চাপানো দরকার।’ 

ট্রাম্পের এই ঘোষণার পরেই দীর্ঘ বিবৃতি প্রকাশ করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। সেখানে বলা হয়, ‘গত কয়েকদিন ধরে রাশিয়া থেকে ভারতের তেল আমদানির বিষয়টিকে টার্গেট করেছে আমেরিকা। এই বিষয়ে আমরা নিজেদের অবস্থান আগেই স্পষ্ট করে দিয়েছি। বাজারের পরিস্থিতি এবং দেশের ১৪০ কোটি মানুষের শক্তিসম্পদের চাহিদার দিকে নজর রেখে আমদানি করা হয়।’

ভারতের উপর ডোনাল্ড ট্রাম্পের শুল্কবোমার আঘাতের পরে নিজের ভাষণে প্রধানমন্ত্রী মোদিও বুঝিয়ে দিলেন, ভারতের ভিত্তি হল কৃষি। গোটা দেশবাসীর মুখে অন্ন জোগান কৃষকরা। এখানকার কৃষিক্ষেত্র স্বাধীন। বাড়তি মুনাফার জন্য সেই স্বাধীনতার সঙ্গে সমঝোতা নয় কোনওভাবেই। তেমনটা হলে নিজেদের জমিতেই ক্রীতদাসে পরিণত হবেন কৃষকরা। এই বিষয়ে বামপন্থী সংগঠন সারা ভারত কৃষক সভার তরফে বর্ষীয়ান নেতা হান্নান মোল্লার বক্তব্য, কৃষি, দুগ্ধ-সহ খাদ্য উৎপাদন ক্ষেত্র কোনওভাবেই পুঁজিপতিদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এনিয়ে প্রতিবাদ জানাতে আগামী ১৩ আগস্ট মোদি-ট্রাম্পের কুশপুতুল দাহ করার কর্মসূচিও গ্রহণ করেছে কৃষক সভা। যদিও এবার মোদির মুখেও শোনা গেল কৃষক স্বার্থের কথা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ