ফাইল ছবি
নন্দিতা রায়, নয়াদিল্লি: শেষ চার বছর ৩৮টি দেশে সরকারি সফরে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এমন এমন দেশে পা রেখেছেন যে সব দেশে গত কয়েক দশক কোনও ভারতীয় প্রধানমন্ত্রীই পা রাখেননি। মোদির এই বিদেশ সফরগুলির খরচও রীতিমতো চমকে দেওয়ার মতো। চার বছরে স্রেফ প্রধানমন্ত্রীর বিদেশ সফরের জন্য কেন্দ্রের তবহিল থেকে খসেছে ২৯৫ কোটি টাকা। সংসদে সরকারি সেই খতিয়ান তুলে ধরেছে বিদেশমন্ত্রকই।
রাজ্যসভায় বিদেশমন্ত্রকের কাছে প্রধানমন্ত্রীর বিদেশ সফরের হিসাব জানতে চেয়েছিলেন তৃণমূল সাংসদ ডেরেক ও ব্রায়েন। ডেরেকের প্রশ্নের জবাবে বিদেশ প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানিয়েছেন, ২০২১-২০২৪ সালের মধ্যে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে সব মিলিয়ে ২৯৫ কোটি টাকা খরচ হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে ১৬ দেশের সফরে ১০৯ কোটি টাকা খরচ করেছেন প্রধানমন্ত্রী। ২০২৩ সালে প্রধানমন্ত্রীর বিদেশ সফরে খরচ হয়েছিল ৯৩ কোটি। ২০২২ এবং ২০২১ সালের খরচ যথাক্রমে ৫৫.৮২ কোটি এবং ৩৬ কোটি টাকা।
২০২৫ সালে ইতিমধ্যেই পাঁচটি দেশে সফর করেছেন প্রধানমন্ত্রী। তাতেই ভারত সরকারের খরচ হয়েছে ৬৭ কোটি টাকা। এর মধ্যে শুধু ফ্রান্স সফরেই খরচ হয়েছে ২৫ কোটি টাকা। যা এ পর্যন্ত মোদির বিদেশ সফর সর্বাধিক খরচ। এ ছাড়াও এ বছর মার্কিন সফরে প্রধানমন্ত্রীর খরচ হয়েছে ১৬ কোটি টাকা।
১১ বছরের শাসনকালে যে যে কারণে নরেন্দ্র মোদি সবচেয়ে বেশি সমালোচিত, তা হল তাঁর ঘনঘন বিদেশ ভ্রমণ। নেটদুনিয়ায় অনেকে কটাক্ষ করে বলেন, প্রধানমন্ত্রী বিদেশে বেশি সময় থাকেন ভারতে মাঝে মাঝে ঘুরতে আসেন। বিরোধীরা বলেন, বিদেশ সফরে যে পরিমাণ টাকা খরচ করেন প্রধানমন্ত্রী সঠিকভাবে কাজে লাগালে সাধারণ মানুষের উপকারে হত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.