Advertisement
Advertisement
Shubhanshu Shukla

‘দারুণ আলাপচারিতা’, শুভাংশুর সঙ্গে সাক্ষাতের পর উচ্ছ্বসিত মোদি

কী কথা হল দু'জনের?

PM Modi meets group captain Shubhanshu Shukla
Published by: Biswadip Dey
  • Posted:August 18, 2025 9:25 pm
  • Updated:August 18, 2025 9:25 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত আগস্টে মহাকাশ থেকে পৃথিবীতে ফিরেছেন শুভাংশু। অবশেষে দেশে প্রত্যাবর্তন করেছেন ভারতীয় নভোশ্চর। সোমবার তাঁর সঙ্গে সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

Advertisement

এক্স হ্যান্ডলে মোদি পোস্ট করেছেন তাঁর ও শুভাংশুর ছবি। লিখেছেন, ‘শুভাংশু শুক্লার সঙ্গে দারুণ আলাপচারিতা হয়েছে। আমরা মহাকাশে তাঁর অভিজ্ঞতা, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতি এবং ভারতের উচ্চাকাঙ্ক্ষী গগনযান মিশন-সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছি। ভারত ওঁর কৃতিত্বের জন্য গর্বিত।’

রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। গত এক বছরে লখনউয়ের ছেলে শুভাংশু নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই মহাকাশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি। মহাকাশ মিশনে সঙ্গে শামিল ছিলেন কমান্ডার পেগি হুইটসন। তাঁর প্রসঙ্গে শুভাংশু বলেন, ‘বিদায় জানানো কখনওই সহজ নয়। কিন্তু জীবন মানেই এগিয়ে চলা। যেমন আমার কমান্ডার পেগি হুইটসন বলেন, স্পেসফ্লাইটে পরিবর্তন একমাত্র অবিচল জিনিস। আমি মনে করি, এটা জীবনের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য।’ বলে রাখা ভালো, এবার তিনি অংশ নেবেন গগনযান মিশনেও।

২৬ জুন ইতিহাস তৈরি করেন ভারতীয় নভশ্চর শুভাংশু শুক্লা। অ‌্যাক্সিয়ম-৪ অভিযানের অংশ হিসাবে অন্য তিন মহাকাশচারীর সঙ্গে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন পৌঁছান শুভাংশু। তারপর বেশ কিছুদিন ধরে মহাকাশ থেকে একাধিক বিষয়ে গবেষণা করেছেন তিনি। এরপর ফিরে আসেন পৃথিবীতে। একেবারে ঘড়ি মিলিয়ে প্রশান্ত মহাসাগরে নামে তাঁর ক্যাপসুল। এর প্রায় ৫০ মিনিট পরে হ্যাচ খুলে শুভাংশুদের ক্যাপসুল থেকে বের করা হয়। এরপর তাঁদের নানা শারীরিক পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়। যার পরে পরিবারের সঙ্গে মিলিত হওয়ার অনুমতি মেলে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ