Advertisement
Advertisement
Kartavya Bhawan

বার্ষিক দেড় হাজার কোটি সাশ্রয়, কেন্দ্রের কর্মদক্ষতা বাড়াতে কর্তব্য ভবন উদ্বোধন মোদির

কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের দপ্তরকে একছাদের তলায় আনবে নয়া কর্তব্য ভবন।

PM Modi inaugurates Kartavya Bhawan in Delhi
Published by: Anwesha Adhikary
  • Posted:August 6, 2025 10:54 pm
  • Updated:August 6, 2025 10:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রত্যেক বছর খরচ দেড় হাজার কোটি! এবার সরকারের এই বিরাট ব্যয়ের ইতি ঘটল। বুধবার দিল্লির কর্তব্য ভবনের উদ্বোধন করে এই কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। উল্লেখ্য, কেন্দ্র সরকারের বিভিন্ন মন্ত্রকের দপ্তরকে একছাদের তলায় আনবে নয়া কর্তব্য ভবন। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অন্যতম প্রধান ভবনটি বুধবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

Advertisement

সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অধীনে নয়া সংসদ ভবন নির্মাণ এবং কর্তব্য পথের সংস্কার হয়েছে। এবার কর্তব্য ভবনের একাংশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। বুধবার তিনি জানান, “ভারত সরকারের বিভিন্ন মন্ত্রক এতদিন দিল্লির ৫০টি আলাদা জায়গা থেকে কাজ করত। অধিকাংশ দপ্তরই ছিল ভাড়াবাড়িতে। কেবল ভাড়া দিতেই প্রত্যেক বছর দেড় হাজার কোটি টাকা ব্যয় হত সরকারের। ভাবতে পারেন, স্বরাষ্ট্র মন্ত্রকের মতো একটা দপ্তরের কাজ প্রায় ১০০ বছর ধরে এমন এক জায়গা থেকে পরিচালিত হচ্ছে যেখানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা নেই।”

এই কর্তব্য ভবন থেকেই আগামী দিনে ভারতের দিকনির্দেশ ঠিক করা হবে বলে জানান মোদি। গীতার শ্লোক মনে করিয়ে দিয়ে তিনি বলেন, “আমাদের কর্তব্যে মন দিতে হবে, ফলের দিকে নয়।” উল্লেখ্য, সরকারের মতে, শাস্ত্রী ভবন, কৃষি ভবন, উদ্যোগ ভবন, নির্মাণ ভবনের মতো জায়গাগুলি থেকে বিভিন্ন মন্ত্রকের কাজ চলত, সেই ভবনগুলি যথেষ্ট নয়। তাই কর্মদক্ষতা বাড়াতেই নতুন ভবনে স্থানান্তর করা হবে মন্ত্রকগুলিকে। এছাড়াও সরকারের বিরাট অঙ্কের সাশ্রয় হবে নতুন ভবনের মাধ্যমে।

প্রসঙ্গত, প্রায় দেড় লক্ষ বর্গমিটার জুড়ে থাকছে কর্তব্য ভবন। একটি ভবনেই স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামীণ উন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা-সহ গুরুত্বপূর্ণ মন্ত্রকগুলি থাকবে। ৬০০টি গাড়ি রাখার পার্কিং লট, ক্রেশ, যোগা রুম, মেডিক্যাল রুম, ক্যাফে, রান্নাঘর থাকছে। সবমিলিয়ে ২৪টি বড় এবং ২৬টি ছোট কনফারেন্স রুম থাকছে কর্তব্য ভবনে। আগামী মাসে ভবনের কাজ পুরোপুরি সম্পন্ন হবে বলে জানা গিয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement