Advertisement
Advertisement

পরপর মোদি-শাহর সঙ্গে বৈঠক রাষ্ট্রপতি মুর্মুর, নেপথ্যে কি উপরাষ্ট্রপতি নির্বাচন?

দু’সপ্তাহ আগেই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন জগদীপ ধনকড়।

PM Modi, Amit Shah meet President Droupadi Murmu amid buzz over VP poll
Published by: Kishore Ghosh
  • Posted:August 4, 2025 12:03 am
  • Updated:August 4, 2025 12:04 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গত ২১ জুলাই উপরাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দিয়েছেন জগদীপ ধনকড়। আগামী ৯ সেপ্টেম্বর উপরাষ্ট্রপতি পদের নির্বাচন হবে। তার আগে রোববার পরপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে পৃথক ভাবে বৈঠক করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। মনে করা হচ্ছে, উপরাষ্ট্রপতি পদে নির্বাচন সঙ্গে সম্পর্ক রয়েছে এদিনের ‘হাই প্রোফাইল’ বৈঠকের।

Advertisement

রবিবার প্রথমে রাষ্ট্রপতি ভবনে মোদির সঙ্গে বৈঠক সারেন মুর্মু। পরে শাহের সঙ্গেও পৃথক ভাবে বৈঠক করেন তিনি। তবে দুই বৈঠকে কোন বিষয়ে আলোচনা হয়েছে তা প্রকাশ্যে আসেনি। যদিও রাষ্ট্রপতি ভবনের তরফে সোশাল মিডিয়ায় উভয় বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে। সেখানে মোদি-মুর্মুর ছবির ক্যাপশানে লেখা হয়েছে “প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদি রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করলেন।” একইভাবে শাহ-মুর্মু বৈঠকের ছবি ক্যাপশানে লেখা হয়েছে—“কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাথে সাক্ষাৎ করলেন।” 

নতুন উপরাষ্ট্রপতি বাছাই ঘিরে গুঞ্জনের মাঝে এই বৈঠক যেমন তাৎপর্যপূর্ণ, তেমনই সংসদের বাদল অধিবেশনে গত মঙ্গল এবং বুধবার ‘অপারেশন সিঁদুর’ নিয়ে আলোচনাও হয়েছে। সেখানে মোদি এবং শাহ দু’জনেই নিজেদের বক্তব্য পেশ করেছিলেন। বিরোধীদের কড়া প্রশ্নের মুখেও পড়েন তাঁরা। বিহার-সহ গোটা দেশে নিবিড় সমীক্ষা নিয়েও বিরোধী দলগুলির চাপে রয়েছে কেন্দ্রের শাসক দল। এই আবহে রবিবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে মুর্মুর সঙ্গে আলাদা ভাবে সাক্ষাৎ করলেন মোদি এবং শাহ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ