হেমন্ত মৈথিল, লখনউ: উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সনাতন ধর্ম ও সংস্কৃত ভাষার উপর গুরুত্ব আরোপ করলেন। তাঁর দাবি, একমাত্র সনাতন ধর্মই সকলের জন্য শান্তি ও কল্যাণ নিশ্চিত করতে পারে। তিনি নাগরিকদের এটি গ্রহণ করার আহ্বান জানান।
সনাতন ধর্মকে রক্ষা করতে হলে সংস্কৃতকে আবার জনসাধারণের ব্যবহারের মাধ্যমে বাঁচিয়ে তুলতে হবে, মুখ্যমন্ত্রী এমনটাই মনে করেন।
সোমবার বারাণসীর শ্রী অন্নপূর্ণা ঋষিকুল ব্রহ্মচর্যাশ্রমের এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। সেখানে তিনি পড়ুয়াদের ল্যাপটপ ও সেলাই মেশিন বিতরণ করেন। যোগী আদিত্যনাথ ছাত্রছাত্রীদের আধুনিক কম্পিউটার জ্ঞান ও প্রযুক্তিকে ইতিবাচকভাবে ব্যবহার করার পরামর্শ দেন। তিনি সংস্কৃত পড়ুয়াদের প্রশংসা করে বলেন, তাঁরা দেশের সংস্কৃতি রক্ষা করছেন এবং আধুনিক জ্ঞানেও এগিয়ে চলেছেন।
মুখ্যমন্ত্রী জানান, সরকার সংস্কৃত শিক্ষার প্রসারে একাধিক পদক্ষেপ নিয়েছে। আগে সংস্কৃত পড়ুয়ারা কোনও বৃত্তি পেতেন না। এখন প্রত্যেক ছাত্রছাত্রী বৃত্তি পাচ্ছে। শীঘ্রই সংস্কৃত পড়ুয়াদের থাকা-খাওয়ার জন্য সরকারি অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। উন্নত গবেষণার জন্য বিশেষ বৃত্তিরও ঘোষণা করা হয়েছে।
প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বেরও প্রশংসা করেন যোগী আদিত্যনাথ। তিনি বলেন, প্রধানমন্ত্রী নারীর মর্যাদা ও ক্ষমতায়নকে জাতীয় উন্নয়নের কেন্দ্রে রেখেছেন। এর ফলেই দেশে ১২ কোটি শৌচালয়, চার কোটি বাড়ি এবং ১০ কোটি মহিলাকে নিখরচায় রান্নার গ্যাস দেওয়া সম্ভব হয়েছে। যোগী আদিত্যনাথ আরও বলেন, বস্ত্রশিল্পে কর্মসংস্থান বাড়াতে সরকার কাজ করছে। লখনউতে পিএম মিত্র পার্ক তৈরি হচ্ছে। এছাড়া সন্ত কবিরদাসের নামে আরও দশটি টেক্সটাইল পার্ক তৈরির পরিকল্পনা রয়েছে, যা বহু কর্মসংস্থান তৈরি করবে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.