সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ট্রেনে চড়ে বেড়াতে যাচ্ছেন? ভুলো স্বভাব রয়েছে, হয়তো নামার সময় হাতব্যাগটি ফেলে যেতে পারেন। সেই ব্যাগেই থাকে সচিত্র পরিচয়পত্র আধার কার্ড। যদি হারিয়ে ফেলেন সেই ভয়ে গোটা যাত্রাপথেই হাতব্যাগকে আঁকড়ে ধরে বসে রইলেন। স্ট্রেস কমানোর ছুটি বাড়িয়ে দিল যন্ত্রণা। সুখবর, এখন আর দূরপাল্লার ট্রেনে চড়লে ব্যাগে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স রাখার দরকার নেই। ডিজি-লকারেই থাকবে যাত্রীর সচিত্র পরিচয়পত্র। সে আধার কার্ডও হতে পারে অথবা ড্রাইভিং লাইসেন্স। টিকিট পরীক্ষক পরিচয়পত্র দেখতে চাইলে শুধু ডিজি-লকারে লগ ইন করেই পেয়ে যাবেন পরিচয়পত্রের সফট কপি। তাই দেখিয়ে দিন টিকিট পরীক্ষককে।
ইতিমধ্যেই এই নিয়ম বলবৎ করতে পরিবহণ মন্ত্রকের তরফে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। রেল দপ্তরেও পৌঁছেছে সেই নির্দেশিকা। যেখানে বলা হয়েছে, যাত্রীর আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্সকেই পরিচয়পত্র হিসেবে মান্যতা দিতে হবে। ট্রেনের টিকিট পরীক্ষককে এই দুই পরিচয়পত্রের যেকোনও একটির ডিজিটাল কপি দেখালেই তা গ্রাহ্য হবে। তবে সরকারিভাবেই এই দুই পরিচয়পত্র যাত্রীর ডিজি-লকারে যুক্ত হবে। নিজের প্যান নম্বর দিয়ে সেই লকার খুলতে পারবেন যাত্রী। তবে ব্যক্তিগত উদ্যোগে আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্সটি ডিজি-লকারের অন্তর্ভুক্ত করতে পারবেন না। এমনকী, এরকম কিছুর চেষ্টা হলে তা বেআইনি বলেও গণ্য হতে পারে।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ডিজিটাল ইন্ডিয়ার প্রচারের এক অভিনব ফসল এই ডিজি-লকার। বর্তমানে ডিজি-লকার যাত্রীদের আধার কার্ড ও ড্রাইভিং লাইসেন্স স্টোর করছে। এই কাজ সম্পূর্ণ হলেই চালু হয়ে যাবে ডিজি-লকার পরিষেবা। তাই ব্যাগ হারিয়ে যাওয়ার ভয়ে বেড়াতে যাবেন না, এমন আর ভাবার দরকার নেই। সঙ্গে স্মার্টফোন থাকলেই কেল্লাফতে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.