সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোনিয়া নন, দলের সভিপতিত্ব করবেন রাহুল গান্ধী। জল্পনা বহু আগের। তবে দলের তরফে একথা কবে ঘোষিত হবে তা এখনও ধোঁয়াশায়। দলের ‘সভাপতি’ হিসাবে রাহুলের অভিষেক পিছনোয় অনেকেই বিষয়টি নিয়ে উৎসাহ হারাচ্ছেন। এমনটা দাবি উঠেছে খোদ ‘অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি’ বা এআইসিসি-র তরফে।
বিভিন্ন সংবাদমাধ্যমের থেকে আবার এমন তথ্যও উঠে আসছে যে, শতাব্দী প্রাচীন এই দলের অনেক সদস্যই নাকি রাহুলের সভাপতি হওয়ার বিষয়টি নিয়ে দ্বিধাবিভক্ত। ২০১৭-য় উত্তরপ্রদেশে, পাঞ্জাব, গোয়া, হিমাচল প্রদেশ, গুজরাতে বিধানসভা নির্বাচন রয়েছে। তাই অনেকের দাবি, নির্বাচনের আগে পর্যন্ত রাহুলের অভিষেকের বিষয়টি পিছিয়ে দেওয়া হোক। আবার নাকি, বর্তমান পরিস্থিতির দোহাই দিয়ে দলের মধ্যে এমন দাবিও উঠেছে যে দলের সভানেত্রীর চেয়ার আপাতত সোনিয়াই সামলান।
২০১৩-তে রাহুলের কংগ্রেস সহ-সভাপতি পদে অভিষেক হয়। তাই অনেকেই মনে করছেন, রাহুলের সভাপতি পদে উত্থানের জন্য আরও সময় পড়ে রয়েছে। তার উপর গত ১৮ বছর ধরে কংগ্রেস সভানেত্রীর দায়িত্ব সামলে আসছেন সোনিয়া গান্ধী। সীতারাম কেশরির পর এটা কংগ্রেসের ইতিহাসে একটা রেকর্ড। যদিও গত নভেম্বরে কংগ্রেস ওয়ার্কিং কমিটির বৈঠকে অবশ্য রাহুলের সভাপতিত্ব নিয়ে অনেকেই গলা চড়িয়েছেন। যদিও ওয়ার্কিং কমিটির সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেননি সভানেত্রী সোনিয়া। বৈঠকে ছিলেন দিগ্বিজয় সিং, কমল নাথ, সচিন পাইলটের জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মত কংগ্রেস নেতৃত্ব।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.