সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পহেলগাঁওয়ে জঙ্গি হামলা এবং ভারত-পাকিস্তান সংঘর্ষের পরে গোটা বিশ্বে সন্ত্রাসবাদ নিয়ে নিজেদের অবস্থান বুঝিয়ে দিচ্ছে ভারত। পাশাপাশি জঙ্গিদের মদত দেওয়া পাকিস্তানের মুখোশ খুলতেও তৎপর নয়াদিল্লি। এই অবস্থায় শনিবার ব্রিটেনের বিদেশসচিব ডেভিড ল্যামির সঙ্গে বৈঠকে বিদেশমন্ত্রী এস জয়শংকরের বার্তা দিলেন, সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলে ভারত।
পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর ভারতের কূটনৈতিক নীতিতে বেশ কিছু বদল এসেছে। এই সময়ে ব্রিটেনের বিদেশ সচিব ডেভিড ল্যামির দু’দিনের ভারত সফর তাৎপর্যপূর্ণ। ল্যামির সঙ্গে বৈঠকে ঠিক কী কথা হয়েছে তা এদিন সমাজমাধ্যমে জানান জয়শংকর। প্রাথমিক ভাবে পহেলগাঁও কাণ্ডের নিন্দা করার জন্য ব্রিটেন সরকারকে ধন্যবাদ জানান জয়শংকর। এরপরেই সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ের প্রসঙ্গও তুলে ধরেছেন তিনি। ল্য়ামিকে জয়শংকর বলেন, “আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে চলি। আশা করি, আমাদের বন্ধুরা এটা বুঝবে।” বিদেশমন্ত্রী এইসঙ্গে জানিয়ে দেন, ভারত কখনই সন্ত্রাসের চক্রীদের এবং সন্ত্রাসবাদের শিকার হওয়া মানুষদের সমান চোখে দেখবে না।
কাশ্মীরের সীমান্তগুলিতে পাকিস্তানের মদতে জঙ্গি অনুপ্রবেশের বিষয়টি ল্যামির সঙ্গে বৈঠকে উল্লেখ করেন জয়শংকর। উল্লেখ্য়, ভারত-পাক সংঘর্ষের সময় শান্তি প্রক্রিয়ার জন্য দুই দেশকেই অনুরোধ করেছিল ব্রিটেন। অন্যদিকে পহেলগাঁও হামলার নিন্দা করলেও ভারতে আসার আগে গত ১৬ মে ইসালাবাদ সফর করেন ব্রিটেনের বিদেশ সচিব। ১০ মে-র সংঘর্ষবিরতিকে স্বাগত জানান তিনি। তবে সংঘর্ষবিরতি হলেও ভারতের সঙ্গে পাকিস্তানের চাপানউতর রয়েই গিয়েছে। আন্তর্জাতিক মঞ্চে পাকিস্তানের মুখোশ খুলে দিতে বহুদলীয় সংসদীয় প্রতিনিধিদলও বিদেশে গিয়ে এই প্রসঙ্গে মন্তব্য করেছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.