Advertisement
Advertisement
Shubhanshu Shukla

বেনজির! মহাকাশজয়ী শুভাংশুকে নিয়ে বিশেষ আলোচনা সংসদে

সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করতে পারেন শুভাংশু।

Parliament to hold special session on Shubhanshu Shukla's space mission
Published by: Subhajit Mandal
  • Posted:August 17, 2025 3:21 pm
  • Updated:August 17, 2025 3:21 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন-এর ১৮ দিনের মিশন শেষ করে রবিবারই দেশের মাটিতে পা রেখেছেন শুভাংশু শুক্লা। আর দেশের মাটিতে পা রেখেই বিরল সম্মান পাচ্ছেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। সংসদেও তাঁকে নিয়ে আলোচনার জন্য আনা হচ্ছে বিশেষ প্রস্তাব। 

Advertisement

রবিবার সকালে রাজকীয় অভ্যর্থনায় দেশে ফিরেছেন শুভাংশু। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রীর জিতেন্দ্র সিং এবং দিল্লির মুখ্যমন্ত্রীর রেখা গুপ্ত এবং ইসরোর কর্মকর্তারা। সোমবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করবেন। গগনযানের জন্যও প্রস্তুতি নেবেন দ্রুত সেই বিষয়ে মোদির সঙ্গে কথা হবে তাঁর।

সূত্রের খবর, সোমবারই লোকসভায় শুভাংশু এবং ভারতের মহাকাশ গবেষণা নিয়ে আলোচনা হবে। লোকসভার তরফে একটি বিবৃতি দিয়ে সাংসদদের জানানো হয়েছে, সোমবার অধিবেশনের শুরুতেই ‘প্রথম ভারতীয় মহাকাশচারী হিসাবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যাত্রা এবং বিকশিত ভারতের জন্য মহাকাশ গবেষণায় অনস্বীকার্য অবদান শীর্ষক প্রস্তাবে আলোচনা হবে। তাৎপর্যপূর্ণভাবে SIR, ডোনাল্ড ট্রাম্পের শুল্কবাণের মতো একাধিক ইস্যুতে চলতি অধিবেশনে সেভাবে কাজই হয়নি। তবে শুভাংশুকে নিয়ে আলোচনার সময় দেশের গর্বের কথা ভেবে শাসক-বিরোধী একজোট হয়ে আলোচনায় অংশ নিতে পারেন।

গত এক বছরে লখনউয়ের ছেলে শুভাংশু নাসা, অ্যাক্সিওম এবং স্পেসএক্স-এর বিভিন্ন কেন্দ্রে কঠোর প্রশিক্ষণ নিয়েছেন। অ্যাক্সিওম-৪ মিশনের অংশ হিসেবে তাঁর এই মহাকাশযাত্রা শুধু তাঁর ব্যক্তিগত জীবনের বড় সাফল্য নয়, ভারতের সাফল্য এমনই মনে করছেন তিনি। আগামী দিনে গগনযান মিশনেও শুভাংশুর অভিজ্ঞতা কাজে লাগাতে চায় ভারত সরকার।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ