Advertisement
Advertisement
Pakistan Social Media

পহেলগাঁও কাণ্ডের পরেই ‘ব্লক’, পাক ইউটিউব-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে উঠছে নিষেধাজ্ঞা

স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শেই পাকিস্তানি ইউটিউব চ্যানেল ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে নিষেধাজ্ঞা উঠছে!

Pakistan social media handles unblocked in India months after Pahalgam attack
Published by: Kishore Ghosh
  • Posted:July 2, 2025 8:01 pm
  • Updated:July 2, 2025 9:05 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারত-পাক সম্পর্ক কি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে? পহেলগাঁও হত্যাকাণ্ড এবং অপারেশন সিঁদুরের পরে ভারত বিরোধী প্রচারের অভিযোগ বহু পাকিস্তানি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টকে এদেশে ‘ব্লক’ করেছিল কেন্দ্রীয় সরকার। পহেলগাঁও কাণ্ডের এক মাস পর ওই চ্যানেল এবং অ্যাকাউন্টগুলির উপর থেকে ধীরে ধীরে নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে।

ভারতের বিরুদ্ধে ধারাবাহিক ভাবে প্ররোচনামূলক এবং সাম্প্রদায়িক উসকানিমূলক বিষয়বস্তু প্রচারের অভিযোগে উঠেছিল পাকিস্তানের বেশ কিছু সংবাদমাধ্যমের ইউটিউব চ্যানেলের বিরুদ্ধেও। যেমন, ডন নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার, জিয়ো নিউজ, সুনো নিউজ এবং ‘দ্য পাকিস্তান এক্সপেরিয়েন্স’। এছাড়াও ওয়াসে হাবিব, আরজু কাজমি, সৈয়দ মুজাম্মিল শাহ, ক্রিকেটার শোয়েব আখতার এবং ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা এবং মুনিব ফারুকের মতো সাংবাদিকদের নিজস্ব ইউটিউব চ্যানেলও ব্লক করা হয়েছিল। এর বাইরে ব্লক করা হয়েছিল হানিয়া আমির, মাওরাহ হোসেন, ফাওয়াদ খান, আলি জাফর প্রমুখের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট।

এমন সবকটি ইউটিউব চ্যানেল এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ভারতে সম্প্রচার বন্ধ ছিল গত এক মাস ধরেই। সূত্রের খবর, স্বরাষ্ট্র মন্ত্রকের পরামর্শেই একে একে ‘নিষিদ্ধ’ ঘোষিত চ্যানেল এবং অ্যাকাউন্টগুলিকে ‘আনব্লক’ করা হচ্ছে। নয়দিল্লির এই সিদ্ধান্তে প্রশ্ন উঠছে, তাহলে কি ভারত-পাকিস্তানের সম্পর্কের বরফ গলছে? কোনও কোনও স্তরে সম্পর্ক স্বাভাবিক করতে চাইছে সাউথ ব্লক? 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement