প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অপারেশন সিঁদুরে প্রবল মার খেয়েও শিক্ষা হয়নি পাকিস্তানের!ফের পাক হামলায় রক্তাক্ত ভূস্বর্গ কাশ্মীর। এবার বারামুলায় ভারতীয় সেনার ছাউনিতে আক্রমণ চালায় পাকিস্তানের ‘বর্ডার অ্যাকশন টিম’ (BAT)। মূলত জঙ্গি অনুপ্রবেশ করাতেই এই ছক। তবে অতন্দ্র ভারতীয় প্রহরীরা এই ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন এক জওয়ান।
সেনা সূত্রে খবর, বুধবার রাতে উরি সেক্টরের টিক্কা বর্ডার পোস্টের কাছে বর্ডার(LOC)বরাবর অনুপ্রবেশ করে সেনাঘাঁটিতে হামলার চেষ্টা করে একদল সন্ত্রাসবাদী। তবে হুঁশিয়ার জওয়ানরা সেই হামলার ব্যর্থ করে দেয়।জঙ্গি হামলার ঘটনার পর থেকেই সম্পূর্ণ সজাগ রয়েছে ভারতীয় সেনাবাহিনী। গোটা এরিয়া জুড়়ে চলছে সেনার চিরুনি তল্লাশি। আরও জানা যাচ্ছে,পাক মদতপুষ্ট একদল জঙ্গি এই হামলার ঘটনা ঘটিয়েছে।মঙ্গলবার রাতেই অনুপ্রবেশের সময় সেনাবাহিনীর সঙ্গে তাঁদের তুমুল গুলির লড়াই হয়। তখনই এক সেনা গুরুতর আহত হন। পরে জানা যায় সেই আহত সেনা শহিদ হয়েছেন।
পহেলগাঁওতে জঙ্গি হামলার স্মৃতি আজও টাটকা। ইতিমধ্যেই ঘটে গিয়েছে ভারতের পালটা হামলা অপারেশন সিঁদুর। জবাব দিয়েছে পাকিস্তানও।যুদ্ধের গোলাগুলি আর বারুদের গন্ধ মিলিয়ে যাওয়ার আগেই আরও একবার জঙ্গি হামলার কবলে ভূস্বর্গ। মঙ্গলবার রাতে উরি সেক্টরের বারামুলায় অনুপ্রবেশ করে একদল জঙ্গি। এবং সেনা ছাউনিতে হামলার চেষ্টা করে। জঙ্গিদের গুলির জবাব দেয় ভারতীয় জওয়ানরা। দুপক্ষের মধ্যে প্রবল গুলির লড়াই হয়। সেই লড়াইতেই লুটিয়ে পড়ে এক ভারতীয় সেনা। গুরুতর আহত সেই সেনা পরে শহিদ হয়েছেন বলেই খবর।
এই অনুপ্রবেশকারী জঙ্গিরা পাক মদতপুষ্ট বলেই বিশেষ সূত্রে খবর মিলছে। ইন্টেলিজেন্সের তরফে তেমন কোনও হুমকির খবর না থাকার বিষয়টি নিশ্চিত করার জন্য এলাকায় সেনাবাহিনীর চিরুনি তল্লাশি এবং অভিযান চলছে। নিয়ন্ত্রণ রেখা বরাবর সর্বত্রই হাই অ্যালার্টে রয়েছে ভারতীয় সেনাবাহিনী। বিশেষ সূত্রে আরও জানা যাচ্ছে, ভারতীয় গুপ্তচর সংস্থা গুলি সাম্প্রতিক কালে জঙ্গিদের সক্রিয় লঞ্চ প্যাড এবং সম্ভাব্য অনুপ্রবেশের প্রচেষ্টা সম্পর্কে তথ্য সন্ধানের চেষ্টা করছে। এই জঙ্গি হামলায় জড়িত সন্ত্রাসবাদীর সংখ্যা তিন থেকে পাঁচজনের মতো হতে পারে বলেই অনুমান করছেন গোয়েন্দারা। অতীতে উরি সেক্টরে একাধিকবার এই একই ধরণের সন্ত্রাসবাদী হামলা আটকে দিয়েছে ভারতীয় জওয়ানরা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.