সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওরা আমাদের মেয়েদের মাথার সিঁদুর কেড়ে নিয়েছিল। আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। পুণ্যভূমি বারাণসীতে দাঁড়িয়ে অপারেশন সিঁদুরের সাফল্য মহাদেবকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
শনিবার বারাণসীর একটি জনসভা থেকে মোদি বলেন, “অপারেশন সিন্দুরের পর এই প্রথম আমি কাশীতে এসেছি। আমার হৃদয় ভারাক্রান্ত। পহেলগাঁওয়ে ২৬ জন নিরীহ নাগরিককে নির্মমভাবে হত্যা করেছিল জঙ্গিরা। আমাদের মেয়েদের সিঁদুর কেড়ে নিয়েছিল। আমরা তার প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করেছিলাম। মহাদেবের আশীর্বাদে আমি তা সফলভাবে করতে পেরেছি। পহেলগাঁওয়ের বদলা নিয়েছি। অপারেশন সিঁদুরের সাফল্য আমি মহাদেবের চরণে উৎসর্গ করছি।”
প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর গোটা উপত্যকাজুড়ে শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। গত সোমবার শ্রীনগরে ‘অপারেশন মহাদেবে’ অভিযানে পহেলগাঁও হামলায় যুক্ত ৩ পাক জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর এতদিন গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই সূত্র ধরেই লোকেশন খুঁজে হত্যা করা হয় জঙ্গিদের। সকাল ৮টা থেকে ১১টা মাত্র তিন ঘণ্টার অপারেশনে মুসার পাশাপাশি খতম হয় আরও দুই পাক জঙ্গি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.